ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

ভক্তের সঙ্গে এ কেমন ব্যবহার রানু মণ্ডলের

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ নভেম্বর ২৩ ১৪:১৯:৪৭
ভক্তের সঙ্গে এ কেমন ব্যবহার রানু মণ্ডলের

সম্প্রতি ইন্টারনেট সেনসেশন রানু মণ্ডলের সঙ্গে সেলফি তোলার আবদার করেন এক নারী ভক্ত। ওই নারীর ক্যামেরার দিকে একবার তাকিয়ে সেখান থেকে সরে যান রানু মণ্ডল। শুধু তাই নয়, ওই নারী ছবি তোলার জন্য বার বার আবদার করলেও, রানু মণ্ডল তাকে পাত্তাই দেননি। উল্টো ওই নারীর ক্যামেরার দিকে না তাকিয়ে, রানু এদিক ওদিক তাকাতে শুরু করেন। রানু মণ্ডলের ওই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হয়ে যায়।

এদিকে ভারতের রানাঘাট স্টেশনে বসে লতা মঙ্গেশকরের গান ‘এক পেয়ার কা নাগমা হ্যায়’ গেয়ে ভাইরাল হয়ে যান রানু মণ্ডল। অতীন্দ্র চক্রবর্তী নামে এক ব্যক্তি রানু মণ্ডলের গান রেকর্ড করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। ওই গান ভাইরাল হওয়ার পর মুম্বাইয়ে একটি রিয়েলিটি শো থেকে ডাক পান রানু মণ্ডল।

ওই রিয়েলিটি শোয়ের মঞ্চ থেকেই হিমেশ রেশমিয়া রানুকে তার ছবিতে গান গাওয়ার প্রস্তাব দেন। হিমেশের সঙ্গে হ্যাপি হির অ্যান্ড হার্ডি-র জন্য পরপর দুটি গান রেকর্ড করেন রানু মণ্ডল। হিমেশের সঙ্গে গান রেকর্ডের পরই আলোচনার কেন্দ্রে উঠে আসে রানু মণ্ডলের নাম। কিন্তু রানু মণ্ডল ভাইরাল হওয়ার পর তার একের পর এক ভিডিয়ো উঠে আসতে শুরু করে বিভিন্ন কীর্তির জন্য।খবরঃ জিনিউজ

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে