ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

জেএসসি-জেডিসির সংশোধিত ৫ পরীক্ষার সময়সূচি

শিক্ষা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ নভেম্বর ১১ ২০:২৬:০১
জেএসসি-জেডিসির সংশোধিত ৫ পরীক্ষার সময়সূচি

দেশের ৯টি বোর্ডের অধীনে আয়োজিত জেএসসির পরীক্ষার নির্ধারিত গত ১১ নভেম্বরের বিজ্ঞান পরীক্ষা পিছিয়ে ১৩ নভেম্বর সকাল ১০টায়, ১২ নভেম্বরের গণিত পরীক্ষা ১৪ নভেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

গত ৯ নভেম্বর ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত আলাদা দুইটি বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

অন্যদিকে, জেডিসির তিনটি পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে। তার মধ্যে গত ৯ নভেম্বরের গণিত পরীক্ষা পিছিয়ে ১৪ নভেম্বর সকাল ১০টায়, ১১ নভেম্বরের ইংরেজি পরীক্ষা ১৬ নভেম্বর সকাল ১০টায় ও ১২ নভেম্বরের বিজ্ঞান পরীক্ষা ১৫ নভেম্বর সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

গতকাল রোববার মাদরাসা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক সোমবার জাগো নিউজকে বলেন, ঘূর্ণিঝড় বুলবুলের কারণে জেএসসির দুটি পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে। পরীক্ষা পিছিয়ে নতুন করে আরও ৫ দিন সময় বৃদ্ধি করা হয়েছে। সময় বেশি পাওয়ায় পরীক্ষার্থীরা ভালো প্রস্তুতি নিতে পারবে বলে জানান তিনি। সুত্রঃ জাগোনিউজ২৪

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে