ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বুলবুলের তাণ্ডবে ২ জেলায় নিহত ২

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ নভেম্বর ১০ ১১:২২:৩৪
বুলবুলের তাণ্ডবে ২ জেলায় নিহত ২

রোববার ভোর রাতে ঝড়ের সময় এ ঘটনা ঘটে।শনিবার দিবাগত রাত থেকে এ অঞ্চলে ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু হয়।

নিহতরা হলেন-পটুয়াখালীর মির্জাগ‌ঞ্জের উত্তর রামপুরা গ্রা‌মের হামেদ ফকির (৬০) ও খুলনার দাকোপ উপজেলার প্রমিলা মণ্ডল (৫২)।

এছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে বরগুনার বেশ কয়েকটি গ্রামে গাছপালা ভেঙে পড়েছে এবং কুয়াকাটা সমুদ্র সৈকতে কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়ায় ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে ফসলি জমি প্লাবিত হয়েছে।

তবে সময়ের সঙ্গে সঙ্গে ঘূর্ণিঝড়টি দুর্বল হওয়ায় মংলা-পায়রা সমুদ্রবন্দরসহ উপকূলীয় ৯ জেলায় জারি হওয়া ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং চট্রগ্রাম বন্দরে ৯ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে সবখানেই ৩ নম্বর সতর্কতা সংকেত দেখানো হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে