ঢাকা, রবিবার, ৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

উপকূলীয় এলাকা ঘণ্টায় ১২০ কি.মি. বেগে যেখানে আছড়ে পড়ল বুলবুল

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ নভেম্বর ০৯ ২০:৩৭:০১
উপকূলীয় এলাকা ঘণ্টায় ১২০ কি.মি. বেগে যেখানে আছড়ে পড়ল বুলবুল

একাধিক কাঁচাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে ৷ বুলবুলের জেরে বিমান পরিষেবা পুরোপুরি বন্ধ ৷ ১২ ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দর ৷ ভারতীয় গণমাধ্যম নিউজ১৮ এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

ঝড়ে ক্ষতিগ্রস্ত ভারতের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও খেজুরির একাধিক মাটির বাড়ি ৷ কন্ট্রোল রুম খুলে তদারকিতে ব্যস্ত মন্ত্রী শুভেন্দু অধিকারী ৷ একাধিক স্কুলে শিবির খুলে ত্রাণ বন্টণ করা হচ্ছে ৷ শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে ৷ অনেক কাঁচাবাড়ির চাল উড়ে গিয়েছে ৷ প্রশাসন সূত্রে খবর, উদ্ধারকাজ জোরকদমে শুরু হয়েছে ৷

ঘূর্ণিঝড় বুলবুলের মোকাবিলায় সকাল থেকেই তৎপর নবান্ন। পরিস্থিতি তদারকির দায়িত্বে মুখ্যসচিব। নবান্নের কন্ট্রোলরুম থেকে পরিস্থিতির ওপর নজর রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষাধিক মানুষকে অনেক আগেই অন্যত্র সরানো হয়।

বুলবুল মোকাবিলায় ২৪ ঘণ্টার নজরদারি চলছে। নবান্নের কন্ট্রোলরুমে হাজির ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যসচিবের নেতৃত্বে কন্ট্রোলরুম থেকেই পরিস্থিতির ওপর নজরদারি চালান আধিকারিকরা। ক্ষতিগ্রস্ত এলাকায় সোমবার স্কুল-কলেজ ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবার নবান্নর সভাঘরে মন্ত্রীদের নিয়ে পর্যালোচনা বৈঠক ছিল মুখ্যমন্ত্রীর। বাতিল করা হয়েছে সে বৈঠকও।

উপকূলীয় এলাকা থেকে নিরাপদ জায়গায় সরানো হয়েছে বাসিন্দাদের।

সারাদেশ - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ