‘জিয়াউর রহমানের মতো খালেদা জিয়াকেও একইভাবে মুক্ত করা হবে’

বর্তমান সরকার লুটপাটের সরকার উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘সব জায়গায় লুটপাট ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। এখন তা ঢাকতে চুনোপুঁটিদের ধরা হচ্ছে। ব্যাংক লুট হয়েছে, শেয়ার বাজার ধ্বংস হয়েছে, গণমাধ্যমের স্বাধীনতা নেই, এসবের হিসেব কোথায়? হিসেব দেওয়ার সময় এসেছে।’
বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার স্মরণে মির্জা ফখরুল বলেন, ‘যিনি দেশের স্বাধীনতার জন্য জীবনবাজি রেখে গেরিলা যুদ্ধ করেছিলেন, তার মৃত্যু দেশের মাটিতে হলো না। আমরা দেখেছি তার জানাজায় লাখ লাখ লোকের সমাগম হয়েছিল। এটাই প্রমাণ করে তিনি মাটি ও মানুষের নেতা ছিলেন।’
আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডা. খন্দকার মোশারফ হোসেন বলেন, ‘৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের রাজনীতিতে মাইলফলক। ব্রিগেডিয়ার খালেদ মোশারফ সেনাবাহিনীর অনেক সিনিয়র কর্মকর্তাকে টপকে নিজেকে সেনাপ্রধান ঘোষণা করেছিলেন। ৭ নভেম্বর সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে তার সমাপ্তি ঘটেছিল। দেশ আবারও মুক্ত হয়। বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেন জিয়াউর রহমান।’ এসময় রাজপথে আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিবাদী সরকারকে হটিয়ে খালেদা জিয়াকে মুক্ত করার আহ্বানও জানান তিনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, ‘যে যতই চেষ্টা করুক, শহীদ জিয়াকে তার ইতিহাসে যে অবস্থান সেখান থেকে চুল পরিমান সরাতে পারবেন না। খালেদা জিয়ার মুক্তি আইনের মাধ্যমে হবে না। তাকে মুক্ত করতে হলে রাজপথ ছাড়া সম্ভব নয়।’
আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, শামসুজ্জামান দুদু বলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবীবুন নবী খান সোহেল, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারি বাবু, মহিলা দলের সাধারণ সম্পাদিকা হেলেন জেরিন খান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, অ্যাডভোকেট আহমেদ আজম খান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশারসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সুত্র: সারাবাংলা
জাতীয় - এর সব খবর
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আ.লীগকে ৭৫% মানুষ সমর্থন করছে জাতিসংঘের জরিপ, জানা গেল সত্যতা
- নির্বাচনী আসন ভাগাভাগি করলো এনসিপির প্রার্থীরা
- মেহেদী হাসান মিরাজের নতুন নাম দিল আইসিসি
- মাগুরার আছিয়ার বোনের বক্তব্য: শোনেন আসল সত্যিটা (ভিডিওসহ)
- নতুন ওয়ানডে অধিনায়ক হওয়ার দৌড়ে ৩ ক্রিকেটার
- বিনিয়োগকারীদের মাঝে আতঙ্ক, জরুরি পদক্ষেপ নিলেন ডিএসই চেয়ারম্যান
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা
- শান্ত বাদ, তবে নতুন অধিনায়ক মিরাজ নয়
- স্বাস্থ্য খাতে বড় সংস্কার: ২৬ মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত
- আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সরাসরি জানালেন প্রধান উপদেষ্টা
- দুই আসন থেকে নির্বাচন করবেন নাহিদ ইসলাম
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- আজ বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- আজ সামান্য বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের জন্য অধিনায়ক হওয়ার দৌড়ে ৩ ক্রিকেটার