ঢাকা, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

‘যেদিন মানুষ বুঝবে, সেদিন হয়তো অনেক দেরি হয়ে যাবে’: তাহসান

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ নভেম্বর ০৬ ১৪:৩১:৪১
‘যেদিন মানুষ বুঝবে, সেদিন হয়তো অনেক দেরি হয়ে যাবে’: তাহসান

এরমধ্যে মিথিলার স’ম্পর্কে জড়ানোর বিষয়ে গণমাধ্যমে একাধিক খবর এসেছে। সম্প্রতি ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের বেশকিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। তবে এই দুই বছরের অধিক সময়ে তাহসানের স’ম্পর্কে জড়ানোর কোনো খবর আসেনি কোথাও। তবে সোশ্যাল মিডিয়ার সমসাময়িক এই বিষয় যখন চলমান তখন মুখ খুললেন তাহসান। বলুলেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের নিয়ে।

তাহসান চলতি বছরের অক্টোবরে একটি কবিতা ভিডিও করে নিজের ফেসবুকে পোস্ট করেন। ইতিবাচক মনোভাবী হওয়ার বিষয়ে জো’রালো বক্তব্য রয়েছে। কবিতার শেষে তাহসান সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের ইতিবাচক মনোভাবী হওয়ার আহবান জানান। এখমন ফেসবুক খুললেই নেতিবাচক খবর। এইসব নেতিবাচক খবর প্রতিনিয়ত আমাদের কলুষিত করে চলেছে। এজন্য নিজ দায়িত্ববোধ থেকে কথাগুলো তিনি বলেন বলেও ভিডিও তে দাবি করেন তাহসান।

সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার দিনভর মিথিলার ব্যক্তিগত ছবিতে যখন সয়লাব, ঠিক সেই সময়টায় এই কবিতা শেয়ার করেন তাহসান। সেখানে লিখেন, ‘যেদিন দেশের সিংহভাগ মানুষ বুঝবে, সেদিন হয়তো অনেক দেরি হয়ে যাবে। ততদিনে হয়তো আমা’র মে’য়েটা বড় হয়ে যাবে| কি নিয়ে কথা বলবো আর কি এড়িয়ে যাব, তা বোঝার মেধা ও মনন আমাদের তৈরি হোক।’

অর্থাৎ সামাজিক দায়বদ্ধতা থেকেই, সমাজের মানুষের জন্যই, কিছু বৃহত্তর স্বার্থে অনেক নেতিবাচক খবরই এড়িয়ে যেতে হয়। এমনটা তাহসানের বক্তব্যের সারম’র্ম দাঁড়ায়।

ভিডিও

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে