ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

কোরআন শরিফ পড়া অবস্থায় ভবন ধ্বসে দুই ভাইয়ের মৃত্যু

২০১৯ নভেম্বর ০৬ ০০:৫৭:৪৮
কোরআন শরিফ পড়া অবস্থায় ভবন ধ্বসে দুই ভাইয়ের মৃত্যু

এর আগে রোববার বিকেলে নারায়ণগঞ্জ শহরের এক নম্বর বাবুরাইল এলাকায় চারতলা একটি ভবন ধসে পড়লে ওয়াজিদ চাপা পড়ে। ওই ঘটনায় এর আগে শোয়েব নামের এক স্কুলছাত্রের মৃ’ত্যু হয়। এতে গু’রুতর আ’হত হয় ছয়জন।

ঘটনার দিন থেকে ফা’য়ার সার্ভিসের কর্মীরা ওয়াজিদের খোঁজে উ’দ্ধার তৎপরতা শুরু করেন। তবে দুদিনেও উ’দ্ধার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তার স্বজন ও এলাকাবাসী। তারা অ’ভিযোগ করেন, প্রশাসন ও উ’দ্ধারকারী দল দ্রুত সিদ্ধান্ত না নেয়ায় সময় বেশি লাগছে। ওয়াজিদের ভাগ্যে কী’ ঘটেছে, এ নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কা’টান পরিবারের সদস্যরা।

এরই মধ্যে ম’ঙ্গলবার সকালে অ’ত্যাধুনিক যন্ত্রপাতি ও ড্রিল মেশিন দিয়ে ওই ভবনের দেয়াল কে’টে এবং সেচযন্ত্র দিয়ে পানি নিষ্কাশন করে ওয়াজিদের ম’রদে’হ উ’দ্ধার করেন ফা’য়ার সার্ভিসের কর্মীরা।

নারায়ণগঞ্জ ফা’য়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন বলেন, চারতলা ভবন ধসে নি’খোঁজ ওয়াজিদের সন্ধানে ফা’য়ার সার্ভিসের কর্মীদের স’ঙ্গে ছয়জন ডুবুরি অ’ভিযান চালান। দেয়াল কে’টে স্কুলছাত্রের ম’রদে’হ উ’দ্ধার করা হয়।

নি’হত ওয়াজিদের খালা রুনা বেগম বলেন, বড় বোনের ছে’লে সোহায়ের ও মেজো বোনের ছে’লে ওয়াজিদ আমা’র ঘরে কোরআন শরিফ পড়ছিল। আমি কাজে রুম থেকে বাইরে বের হই। এ সময় দেখি আমা’দের বিল্ডিং সিঁড়ি থেকে ফাঁকা হয়ে গেছে।

তখন আমি চি’ৎকার দিয়ে বলি সোহায়ের, ওয়াজিদ তাড়াতাড়ি বাইরে আয়, আমাগো বিল্ডিং ভেঙে গেছে। আমা’র চি’ৎকারে ওয়াজিদ বাইরে চলে আসে, সোহায়ের তখনো কোরআন শরিফ পড়ছিল।

তিনি বলেন, বিল্ডিং হেলতে দেখে ওয়াজিদ কোরআন শরিফ আনতে দৌড় দিয়ে ঘরের ভেতরে যায়। সোহায়ের মনে করেছিল বিল্ডিং ভাঙবে না। তাদের বের হতে না দেখে আমিও দৌড় দেই। কিন্তু সিঁড়িতে এক পা দেয়ার স’ঙ্গে স’ঙ্গে বিল্ডিং ভেঙে পড়ে যায়।

আমা’র গলা পর্যন্ত পানিতে ডুবে যায়। এরপর কোথায় গেল তারা দুই ভাই, আর কোথায় গিয়ে পড়লাম আমি কিছুই বলতে পারব না। বিল্ডিং পুরোপুরি ভেঙে পড়ে গেলে আমা’র হাত ধরে কে যেন টান দেয়, তখন আমা’র জ্ঞান আসে। এরপর আমাকে উ’দ্ধার করা হলেও ওয়াজিদ ও সোহায়েরকে খুঁজে পাইনি আমি। এখন দেখছি দুজনের লা’শ আল্লাহ আমাকে উপহার দিয়েছেন।

স্থানীয়দের স’ঙ্গে কথা বলে জানা যায়, বড় বোন রোজিয়া বেগমের একমাত্র সন্তান মো. সোহায়ের (১২) এবং মেজো বোন কাকলী বেগমের প্রথম সন্তান ইফতেখার আহমেদ ওয়াজিদ (১১) ছয় মাসের ছোট-বড়। দুই ভাইকে কোরআন শেখানোর জন্য ছোট বোন রুনার বাসায় পাঠানো হতো। প্রতিদিনের মতো গত রোববার বিকেল সাড়ে ৩টার দিকে খালার বাসায় গিয়ে পড়তে শুরু করে দুই খালাতো ভাই।

বিকেল ৪টার দিকে হঠাৎ চারতলা ওই ভবনটি ধসে পড়ে। চারতলা ওই ভবনের দোতলায় ছিল খালা রুনার বাসা। ভবনটি হেলে পড়তে দেখে চি’ৎকার দিয়ে দুই বোনের ছে’লেকে বাইরে আসতে বলেন খালা রুনা। খালার চি’ৎকার শুনে বারান্দায় এলেও কোরআন শরিফ আনতে ঘরে ঢুকে ভবনের ভেতরে চাপা পড়ে দুই ভাই। ঘটনার দিন সোহায়েরের ম’রদে’হ পাওয়া গেলেও দুদিন পর পাওয়া গেল ওয়াজিেদের ম’রদে’হ।

এদিকে, ভবন ধসের ঘটনায় অ’তিরিক্ত জে’লা ম্যাজিস্ট্রেট রেহে’না কলির নেতৃত্বে পাঁচ সদস্যের ত’দন্ত কমিটি গঠন করা হয়েছে। ত’দন্ত কমিটিকে আগামী পাঁচ কর্ম’দিবসের মধ্যে ত’দন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন জে’লা প্রশাসক জসিম উদ্দিন। পাশাপাশি এ ঘটনায় একটি মা’মলা হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে