ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

বাজারে পানির দরে বাইক নিয়ে এলো বাজাজ

২০১৯ নভেম্বর ০২ ০০:৩০:৩০
বাজারে পানির দরে বাইক নিয়ে এলো বাজাজ

মধ্যবিত্তের নাগালের স্বপ্নের বাইক যে আসছে সে কথা আগেই ঘোষণা করেছিল বাজাজ। বাজাজ পালসার ১২৫ বাজারে এনে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে সাধপূরণ করল ভারতীয় এই বাইক প্রস্তুতকারক সংস্থা।

বাজাজ পালসার ১২৫ বাইকটিকে বানানোই হয়েছে বাজাজ পালসার ১৫০-এর মত। যাতে লুকস এবং স্টাইলের দিক দিয়ে পালসারের স্বকীয়তা বজায় থাকে। বাজাজ পালসার ১২৫ এ রয়েছে ১২৫ সিসির ইঞ্জিন। ১১.৮ বিএইচপিতে পাওয়া যাবে ১১ নিউটন মিটারের টর্ক।

এই বাইকে সর্বোচ্চ গতি পাওয়া যাবে ১০৮ কিমি/প্রতি ঘণ্টা। ডিটিএসআই ইঞ্জিন সহ এই বাইকে লক্ষ্য রাখা হয়েছে স্লিক লুকসের দিকেও। অ্যানালগ এবং ডিজিটাল দুই প্রকারেই কোনসল থাকবে এই বাইকে। বাজাজের মতে এই বাইকে মাইলেজ পাওয়া যাবে ৫৭ কিলোমিটার প্রতি লিটার।

শোরুমের দাম অনুযায়ী বাইকের দাম শুরু হচ্ছে ৬৬ হাজার টাকা। প্রতিপক্ষ হন্ডা সিবি শাইনকে টেক্কা দেবে এই বাইক, এমনটাই মত ভারতীয় বাইক প্রস্তুতকারক সংস্থা বাজাজের।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে