শান্তিতে নোবেলজয়ী ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভে নিহত ৬৭
![শান্তিতে নোবেলজয়ী ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভে নিহত ৬৭](https://www.24updatenews.com/thum/article_images/2019/10/27/vot.jpg&w=315&h=195)
আঞ্চলিক পুলিশ প্রধান জানিয়েছেন, ওরোমিয়া অঞ্চলের সহিংসতা থেমে গেছে। তবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গবেষক ফিসেহা টেকল শুক্রবার জানিয়েছেন, এখনও হামলার খবর পাচ্ছেন তিনি। প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, সহিংসতাপ্রবণ সাতটি এলাকায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে সেনা মোতায়েন করা হবে।
এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন জাওয়ার মোহাম্মদ। ইথিওপিয়ার প্রখ্যাত অধিকারকর্মী জাওয়ার মোহাম্মদের বাড়ি ঘিরে অস্থায়ী ক্যম্প তৈরি করেছে তার সমর্থকরা। জাওয়ারের সরকারি চিকিৎসার প্রতিবাদে বুধবার সমর্থকদের বিক্ষোভ মিছিলে পুলিশি হামলার প্রতিবাদে এ অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে তারা।
জাওয়ারের সহযোগিতায় গত বছর ক্ষমতায় এসেছিলেন প্রধানমন্ত্রী আবি আহমেদ। গত কয়েক দশক ধরে নিপীড়নমূলক শাসনে থাকা ইথিওপিয়ায় ব্যাপক রাজনৈতিক সংস্কার করেছেন আবি। প্রতিবেশী ইরিত্রিয়ার সঙ্গে গোষ্ঠীগত সহিংসতা দূর করে আঞ্চলিক শান্তি ফিরিয়ে আনার স্বীকৃতি হিসেবে চলতি বছর শান্তিতে নোবেল জয় করেছেন তিনি।
তবে ইথিওপিয়ায় জাতিগত সহিংসতা ঠেকাতে বাকস্বাধীনতার ওপর নিয়ন্ত্রণ আরোপের অভিযোগ করা হচ্ছে আবির বিরুদ্ধে। আবি ও জাওয়ার দুজনই একই উপজাতির। ইথিওপিয়ার সবচেয়ে বড় উপজাতি ওরোমো থেকে আসা আবি এখন নিজের সমর্থকদেরই বিরোধিতার মুখোমুখি হচ্ছেন।
জাওয়ারের অভিযোগ, নিরাপত্তাবাহিনী তার বিরুদ্ধে হামলার ষড়যন্ত্র করছে। এরপরই বুধবার রাজধানী আদ্দিস আবাবা এবং ওরোমিয়া অঞ্চলে সহিংসতা ছড়িয়ে পড়ে। তবে পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে।
বৃহস্পতিবার সকালে বিক্ষোভকারীরা জাওয়ারের বাড়ির বাইরে অবস্থান নিয়ে ‘আমরা আবিকে চাই না, আমরা আবিকে চাই না’ স্লোগান দিয়েছে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক নজরে দেখেনিন কে কত টাকা পুরস্কার পেলেন
- বিপিএল মাতিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে আসছেন দুই জন
- ১৪৪ ধারা জারি
- সমন্বয়ক সারজিস আলমের পরিবারে শোকের ছায়া
- এক ম্যাচের জন্য যত টাকা নিলেন রাসেল-জেমস ভিন্স-টিম ডেভিড
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আহত সারজিস আলম
- বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা
- সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের কথায় নতুন বার্তা
- বিপিএল শেষ, বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে আসছে দুই পরিবর্তন
- ধানমন্ডির ৩২ নম্বর ও দেশজুড়ে ভাঙচুরের পর আজহারী স্ট্যাটাস
- ফরচুন বরিশালের একাদশ
- গণধোলাইয়ের পর পুলিশের হাতে সোপর্দ সাকিব
- ভিসা বন্ধ ঘোষণা
- বিপিএল ফাইনাল ম্যাচের সময় সূচি
- ফাইনাল ম্যাচের জন্য ফরচুন বরিশালের একাদশ