ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

নুসরাতের পরিবারকে হুমকিতে জামায়াতের উদ্বেগ

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ অক্টোবর ২৬ ২০:৪৩:২৪
নুসরাতের পরিবারকে হুমকিতে জামায়াতের উদ্বেগ

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান শনিবার (২৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, পুড়িয়ে হত্যা করা মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফীর মা ও বড় ভাইকে মোবাইলে হুমকি ও তাদের বাড়ির ডিস সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। এ ঘটনা থেকে প্রমাণিত হচ্ছে যে, নুসরাত হত্যাকারীদের পক্ষ থেকে এখনো ওই হত্যার বিচার বানচালে ষড়যন্ত্র চলছে।’

তিনি বলেন, ‘নুসরাত জাহান রাফীর মা ও বড় ভাইকে মোবাইলে হুমকি ও তাদের বাড়ির ডিস সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনা থেকে স্পষ্ট বুঝা যাচ্ছে যে, নুসরাতের হত্যাকারীদের হাত অনেক লম্বা। তাদের দৌরাত্ম এখনো কমেনি। তাই তাদের জানমালের নিরাপত্তায় সরকারকে কঠোর হতে হবে।’

রফিকুল ইসলাম বলেন, ‘নুসরাত জাহান রাফীর মা ও বড় ভাইকে মোবাইলে হুমকির ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহতের পরিবারের নিরাপত্তার ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’ সুত্রঃ জাগোনিউজ২৪

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে