ঢাকা, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

নির্বাচন নিয়ে আবারও কথা বললেন : মৌসুমী

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ অক্টোবর ২৬ ০০:০১:৫৯
নির্বাচন নিয়ে আবারও কথা বললেন : মৌসুমী

ভোটগ্রহণের আগে কারচুপিসহ নানা শঙ্কার কথা জানালেও মৌসুমী জানালেন, ভোটগ্রহণ ও গণনার পুরো প্রক্রিয়া নিয়ে তিনি সন্তুষ্ট। নিরাপত্তাব্যবস্থা নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন জনপ্রিয় এ চিত্রনায়িকা।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এক প্রশ্নের জবাবে এনটিভি অনলাইনকে মৌসুমী বলেন, ‘ভোট কারচুপিসহ নানা ধরনের শঙ্কা ছিল। এসব নিয়ে এফডিসির ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের মিটিং হয়েছিল। আমরা নানা বিষয় তুলে ধরেছিলাম। উনারা প্রশাসনিক সহায়তা দিয়েছেন। তাতে আমি সন্তুষ্ট।’

সকালে ভোট দিতে এফডিসিতে হাজির হন জ্যেষ্ঠ অভিনেতা সোহেল রানা। নিরাপত্তার কড়াকড়ি বিষয়ে তিনি বলেন, ‘প্রচুর পুলিশ এখানে। চারটা ব্যারিকেড পার হতে হলো এখন পর্যন্ত। নিরাপত্তার এতসব আয়োজন দেখে মনে হচ্ছে পুলিশ ক্যাম্পে আছি। আসলে আমি কোনো উৎসবের আমেজ পাচ্ছি না। অন্যান্য সংগঠনের সদস্যদের ঢুকতে দেওয়া হচ্ছে না। এফডিসিতে ১৫০ জন সদস্য আছেন, যাঁরা শিল্পী সমিতির ভোটার নন। তাঁদেরও এফডিসিতে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। এতটা কড়াকড়ি কখনোই করা হয়নি।’

কড়া নিরাপত্তা নিয়ে এমন অভিযোগ করেছেন বেশ কয়েকজন প্রযোজক-পরিচালকও। এ বিষয়ে প্রশ্ন করা হলে মৌসুমী বলেন, ‘মাঝখানে কিছু অভিযোগ এসেছে। আমাদের বরেণ্য প্রযোজক ও পরিচালকদের কেউ কেউ এফডিসিতে ঢুকতে বাধার সম্মুখীন হয়েছেন। কারা বাধা পেয়েছেন, কীভাবে পেয়েছেন—প্রার্থী হিসেবে সেসব আমার জানার কথা নয়। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করার অবস্থাও আমাদের ছিল না। কারণ তখন যদি আমরা বাধা দিতাম, এরপর যদি বিশৃঙ্খল পরিবেশ তৈরি হতো, তবে এর দায়ও আমাদের নিতে হতো। তবে অন্যান্য বারের চেয়ে এবার সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটগণনার প্রক্রিয়াও যথেষ্ট স্বচ্ছ। প্রার্থী হিসেবে এখন পর্যন্ত আমি সন্তুষ্ট।’

এদিকে, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা। প্রিয় অভিনয়শিল্পীদের পক্ষে-বিপক্ষে চলছে নানা কথন-অতিকথন। বিশেষ করে চিত্রনায়িকা মৌসুমীকে ঘিরে ভক্তদের প্রত্যাশা অনেক। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন মৌসুমীর বিজয়ের খবর শুনতে। কিন্তু মজার ব্যাপার হলো, সোশ্যাল মিডিয়ায় অনেকে আগ বাড়িয়ে অভিনন্দনে ভাসিয়েছেন মৌসুমীকে। অথচ এখনো ভোটগণনাই সম্পন্ন হয়নি!

এ ব্যাপারে জিজ্ঞাসার জবাবে মৌসুমী বলেন, ‘এখনো রেজাল্ট সম্পর্কে আমরা জানি না। সমর্থকেরা নিজেদের মনের খোরাক মেটানোর জন্য হয়তো এসব করছেন। অনেকে মিছিলও করেছেন।’

নির্বাচন নিয়ে এবার অনেক মাতামাতি হয়েছে। কিন্তু চলচ্চিত্র নির্মাণ তেমন হচ্ছে না। চলচ্চিত্রের সুদিন কি ফিরবে? উত্তরে মৌসুমী বলেন, ‘আমাদের আগের শিল্পীরাও অনেক ভালো কাজ করেছেন। এখনকার শিল্পীরা নিজেদের মতো করে চেষ্টা করছেন, অনেকে ভালোও করছেন। শিল্পীদের কাজ হচ্ছে অভিনয় করা। প্রযোজকেরা প্রযোজনা করবেন, পরিচালকেরা চলচ্চিত্র নির্মাণ করবেন। আমার মনে হয়, শিল্পীরা তাঁদের যে কাজ, সেটা স্বতঃস্ফূর্তভাবে করে যাচ্ছেন।’

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) শিল্পী সমিতির কার্যালয়ে শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, চলে বিকেল ৫টা ১০ মিনিট পর্যন্ত। সারাদিন এফডিসিতে বসে তারকার হাট। ভোটগণনা শুরু হয় সন্ধ্যা ৬টায়।

এবার সমিতির ২১টি পদের মধ্যে নির্বাচন হচ্ছে ১৮টি পদের। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বাকি তিন পদের প্রার্থীকে সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তাঁরা হলেন সুব্রত (সাংগঠনিক সম্পাদক), জ্যাকি আলমগীর (দপ্তর ও প্রচার সম্পাদক) ও ফরহাদ (কোষাধ্যক্ষ)।

এবারের নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল করে নির্বাচন করছেন। অন্যদিকে জনপ্রিয় নায়িকা মৌসুমী স্বতন্ত্র হিসেবে সভাপতি পদে লড়ছেন, তাঁর প্রতিদ্বন্দ্বী খলনায়ক মিশা সওদাগর। সাধারণ সম্পাদক হিসেবে স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস কোবরা, তাঁর প্রতিদ্বন্দ্বী চিত্রনায়ক জায়েদ খান। নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে মিশা-মৌসুমীর।

গত ৫ অক্টোবর ২০১৯-২১ মেয়াদের শিল্পী সমিতির আসন্ন নির্বাচনের খসড়া তালিকা প্রকাশ করা হয়। তালিকা থেকে জানা যায়, সভাপতি পদে লড়াই করছেন মৌসুমী ও মিশা সওদাগর। সহসভাপতির দুটি পদে চিত্রনায়ক রুবেল ছাড়াও প্রার্থী হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল ও নানা শাহ। সহসাধারণ সম্পাদক পদে লড়ছেন আরমান ও সাংকো পাঞ্জা। আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদে লড়ছেন নূর মোহাম্মদ খালেদ আহমেদ ও চিত্রনায়ক ইমন। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে লড়ছেন জাকির হোসেন ও ডন।

এবারের নির্বাচনে কার্যকরী পরিষদ সদস্যের ১১টি পদের জন্য প্রার্থী হয়েছেন ১৪ জন। তাঁরা হলেন অঞ্জনা সুলতানা, রোজিনা, অরুণা বিশ্বাস, আলীরাজ, আফজাল শরীফ, বাপ্পারাজ, রঞ্জিতা, আসিফ ইকবাল, আলেকজান্ডার বো, জেসমিন, জয় চৌধুরী, নাসরিন, মারুফ আকিব ও শামীম খান (চিকন আলী)।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে