ঢাকা, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১৬ পৌষ ১৪৩১

ভেতরে চলছে ভোট গণনা, বাইরে যে অবস্থা

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ অক্টোবর ২৫ ১৮:২৩:৫৩
ভেতরে চলছে ভোট গণনা, বাইরে যে অবস্থা

ইতোমধ্যে ধানমন্ডি, মতিঝিল ও আজিমপুর শাখায় হওয়া ভোটভর্তি বাক্স বেইলি রোডের মূল ব্রাঞ্চে পাঠানো হয়েছে। সবগুলো ব্রাঞ্চ মিলে প্রায় ৫০ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছেন প্রিজাইডিং অফিসার।

বর্তমানে সব প্রার্থীর উপস্থিতিতে ভোট গণনা চলছে। রাত ৮ টার মধ্যে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন দায়িত্বরত ওই প্রিজাইডিং অফিসার।

এদিকে বেইলি রোড শাখায় প্রতিষ্ঠানটির গেটের সামনে ভিড় জমিয়েছেন অভিভাবক ও সমর্থকরা।

সকালে অনেক প্রার্থী ভুয়া ভোট প্রদানের অভিযোগ তুলেন। তারা জানান, ভুয়া ভোটের বিষয়ে তারা বিকাল ৫টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে গণমাধ্যমকর্মীদের জানাবেন। তবে ভুয়া ভোটের বিষয়টি অস্বীকার করেন প্রিজাইডিং কর্মকর্তা ফারজানা জামান।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ জানায়, গভর্নিং বডির নির্বাচনে ছয়জন অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হবেন। নির্বাচনের মাধ্যমে বিদ্যালয়ের প্রাথমিক শাখা থেকে একজন, মাধ্যমিক শাখা থেকে দুজন, কলেজ শাখা থেকে দুজন প্রতিনিধি এবং শিক্ষকদের মধ্য থেকে তিনজন সদস্য নির্বাচন করা হবে। এছাড়া একজন সংরক্ষিত সদস্য হিসেবে মনোনীত হবেন। এসব পদে জয় পেতে ৩৩ প্রার্থী নির্বাচনের অংশ নিয়েছেন। তবে কলেজ শাখার শিক্ষক প্রতিনিধি ও সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি পদে একজন করে প্রার্থী হওয়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে