ঢাকা, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

নির্বাচন পরিস্থিতি নিয়ে মুখ খুললেন মৌসুমী

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ অক্টোবর ২৫ ১৬:১২:০৯
নির্বাচন পরিস্থিতি নিয়ে মুখ খুললেন মৌসুমী

নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও স্বাভাবিক আছে বলে মন্তব্য করেন তিনি এ ব্যাপারে প্রশাসনকে ধন্যবাদ দেন মৌসুমী। সাংবাদিকদের কাছে মৌসুমী বলেন,

‘প্রথমেই আমি ধন্যবাদ দিতে চাই আমাদের প্রশাসনকে। তারা সুন্দরভাবে এই নির্বাচন পরিচালনা করছে। ভেতরের শৃঙ্খলা তথা পুরো সিস্টেমগুলোকে নিয়মের মধ্যে রাখছে। তাই তাদেরকে ধন্যবাদ না দিয়ে পারছি না। আমরা তাদের কাছে কৃতজ্ঞ। কারণ আমাদের এই ছোট্ট ইলেকশনে তাদের এই সহযোগিতার হাত আসলেই অনেক বড় একটা ব্যাপার।’ নির্বাচনে জয়ের ব্যাপারে কতোটা আশাবাদী এমন এক প্রশ্নের জবাবে মিষ্টি এই নায়িকা বলেন, এ বিষয়ে আসলে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে জয়ের ব্যাপারে আশাতো করবই। পরিস্থিতি অনুযায়ী মানুষ মানুষের চিন্তা চেতনাকে অনেক সময় পরিবর্তন করে। তবে আমি সভাপতি হলে ভালো। আরেকজন হলেও ভালো।

এবারের নির্বাচনে একটি মাত্র প্যানেল অংশ নিয়েছে। বাকিরা স্বতন্ত্র নির্বাচন করছেন। গেল কয়েক বছরে এমন ঘটনা চোখে পড়েনি। সভাপতি পদে স্বতন্ত্র লড়ছেন মৌসুমী ও খলনায়ক মিশা সওদাগর। সহ-সভাপতির দুটি পদে প্রার্থী হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল, রুবেল ও নানা শাহ। সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রতিদ্বন্দ্বী ইলিয়াস কোবরা। সহ-সাধারণ সম্পাদক পদে লড়ছেন আরমান ও সাংকো পাঞ্জা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে