ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সৌদিতে ভাগ্য বদলাতে গিয়ে কফিনে ফিরল আবিরন

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ অক্টোবর ২৫ ০০:৫৭:২১
সৌদিতে ভাগ্য বদলাতে গিয়ে কফিনে ফিরল আবিরন

কিন্তু রিক্রুটিং এজেন্সির হুমকি ও চাপের মুখে শেষ পর্যন্ত তাকে যেতেই হয়। তখন কি কেউ ভেবেছিল দু’বছর পর কফিনে বদ্ধ লাশ হয়ে তাকে ফিরতে হবে জন্মভূমিতে? বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে আবিরনের লাশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রহণ করেন পরিবারের সদস্যবৃন্দ।

এই অভাগা মানুষগুলো আবিরনের মৃত্যুর খবরও সঙ্গে সঙ্গে জানতে পারে নি। আবিরন মৃত্যুবরণ করার ৫১ দিন পর তারা এই খবর জানতে পারে আর তিনমাস পর মরদেহ বাংলাদেশে আসে।

আবিরনের মৃত্যুর কারণ নিয়েও তৈরী হয়েছে ধোঁয়াশা। সৌদি আরব থেকে দেয়া ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ লেখা আছে হত্যা, কিন্তু আবিরনের রিক্রুটিং এজেন্সি ফাতেমা এমপ্লয়মেন্ট সার্ভিসেস বলছে আবিরন সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে।

পরিবারের সদস্যদের অভিযোগ, আবিরনের মালিকই নির্যাতন করতে করতে তাকে হত্যা করেছে। তারা দাবি করছেন, এই দুই বছরে আবিরনকে কোনো বেতন দেয়া হয় নি। প্রথম থেকেই আবিরনের ওপর নি*র্যা*তন চালানো হত। বারবার অনুরোধ করার পরও কেউ এ ব্যাপারে ব্যবস্থা নেয় নি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে