ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১

আটজন সেনা কর্মকর্তাকে নিয়ে ভারতীয় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ অক্টোবর ২৪ ২১:১৯:৩৯
আটজন সেনা কর্মকর্তাকে নিয়ে ভারতীয় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

এ ব্যাপারে স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, ওই হেলিকপ্টারে ছিলেন ভারতীয় সেনাবাহিনীর নর্দান কমান্ডর রবীন সিংহ ও আরো সাত উচ্চপদস্থ কর্মকর্তা। তবে এ ঘটনায় তারা সবাই আহত হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে তদন্তকারীদের প্রাথমিক অনুমান, যান্ত্রিক ত্রুটির কারণেই হেলিকপ্টারটি ভেঙে পড়েছে। তবে এই দুর্ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে সেনা সূত্রের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমে বলা হয়েছে।

এদিকে কিছুদিন আগেই ভুটানে কপ্টার ভেঙে এক ভারতীয় আর্মি অফিসার ও রয়াল ভুটান আর্মি কমান্ডারের মৃত্যু হয়। গত মাসে পূর্ব ভুটানের তাশিগাং জেলার ইয়ংফুলা ডোমেস্টিক এয়ারপোর্টের কাছেই ভেঙে পড়ে ওই কপ্টার। নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের গায়ে ধাক্কা খায় কপ্টারটি।

তাছাড়া সাম্প্রতিক সময়ে ভারতের বেশ কিছু যুদ্ধবিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এর কারণ হিসেবে বিমানগুলো দীর্ঘদিনের পুরনো বলে উল্লেখ করা হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে