ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১

ধর্মের ওপর গবেষণা করার পর ইসলাম গ্রহণ করলেন তিন মার্কিন অধ্যাপক

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ অক্টোবর ২৪ ০০:১৫:৩৬
ধর্মের ওপর গবেষণা করার পর ইসলাম গ্রহণ করলেন তিন মার্কিন অধ্যাপক

নাইজেরিয়ার আদামাওয়ার প্রদেশের রাজধানী ইয়োলাতে বিশ্ববিদ্যালয়টি অবস্থিত। ইস’লাম গ্রহণকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ই’মাম উস্তাজ দাউদা বেলো তাদের সঙ্গে উপস্থিত ছিলেন।

এ সময় স্থানীয় মু’সলিম সম্প্রদায়ের লোকজন নতুন এই তিন মু’সলিমকে স্বাগত জানান এবং একসঙ্গে নামাজ আদায় করেন।ইস’লাম গ্রহণকারী ওই তিনজন বলেন, ধ’র্মের ওপর ভালভাবে গবেষণা করার পর ইস’লামে ধ’র্মান্তরিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ইস’লামই জীবনের সেরা পথ বলে আম’রা বিশ্বা’স করি।

আমেরিকান ইউনিভার্সিটি অব নাইজেরিয়ার (এইউএন) তিন মা’র্কিন অধ্যাপক ইস’লাম ধ’র্ম গ্রহণ করেছেন। তারা হলেন, অবসরপ্রাপ্ত আমেরিকান মেরিন অফিসার এবং এইউএন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রধান লিয়নেল রলিনস, এইউএন ইউনিভার্সিটির প্রিন্টিং প্রেসের ডিরেক্টর এবং পরভিস বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার গ্যাব্রিয়েল ফস্টার এবং ট্রিসন পরভিস।

নাইজেরিয়ার আদামাওয়ার প্রদেশের রাজধানী ইয়োলাতে বিশ্ববিদ্যালয়টি অবস্থিত। ইস’লাম গ্রহণকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ই’মাম উস্তাজ দাউদা বেলো তাদের সঙ্গে উপস্থিত ছিলেন।

এ সময় স্থানীয় মু’সলিম সম্প্রদায়ের লোকজন নতুন এই তিন মু’সলিমকে স্বাগত জানান এবং একসঙ্গে নামাজ আদায় করেন।ইস’লাম গ্রহণকারী ওই তিনজন বলেন, ধ’র্মের ওপর ভালভাবে গবেষণা করার পর ইস’লামে ধ’র্মান্তরিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ইস’লামই জীবনের সেরা পথ বলে আম’রা বিশ্বা’স করি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে