ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

উই লাভ প্রফেট মোহাম্মদ (সা.) স্লোগানে মুখর পল্টন হেফাজতে ইসলামী

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ অক্টোবর ২২ ১৮:৩৭:০৪
উই লাভ প্রফেট মোহাম্মদ (সা.) স্লোগানে মুখর পল্টন হেফাজতে ইসলামী

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশের গুলিতে হতাহতের ঘটনার প্রতিবাদে ‘উই লাভ প্রফেট মোহাম্মদ (সা.)’ স্লোগানে স্লোগানে পল্টন এলাকায় বিক্ষোভ সমাবেশ করছে হেফাজতে ইসলাম।

মঙ্গলবার (২২ অক্টোবর) বাদ জোহর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে এ কর্মসূচি শুরু করে সংগঠনের ঢাকা মহানগরের নেতাকর্মীরা। এতে হেফাজতের নেতাকর্মীদের সঙ্গে সাধারণ মুসল্লিরাও অংশ নেন।

সমাবেশে তারা মহানবী হজরত মোহাম্মদকে (সা.) কটূক্তিকারী ও ভোলার সংঘর্ষের বিষয়ে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে তাদের দাবিগুলো তুলে ধরেন।

দাবিগুলো হচ্ছে- আল্লাহতা’আলা ও মহানবী (সা.)-এর কটূক্তিকারীকে গ্রেফতার, ভোলার ঘটনায় নিহতদের ক্ষতিপূরণের ব্যবস্থা, আহতদের চিকিৎসার ব্যয়ভার ও সুচিকিৎসা গ্রহণ করা, গুলিবর্ষণকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থাগ্রহণ, গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি এবং মামলা প্রত্যাহার করা।

উল্লেখ্য, গত রোববার ভোলার বোরহানউদ্দিনে ধর্ম অবমাননার অভিযোগে সংখ্যালঘু সম্প্রদায়ের এক যুবকের বিচারের দাবিতে ‘তৌহিদি জনতা’র ব্যানারে বিক্ষোভ থেকে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশের গুলিতে চারজন নিহত হন। নিহত চারজনকে নিজেদের কর্মী-সমর্থক বলে দাবি করে তৌহিদি জনতা। সংঘর্ষে ১০ পুলিশ সদস্যসহ দেড় শতাধিক মানুষ আহত হন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে