ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১

প্রবাসে অজ্ঞান পার্টির কবলে প্রবাসী বাংলাদেশি,হারালো সব টাকা

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ অক্টোবর ২১ ০০:৩২:২০
প্রবাসে অজ্ঞান পার্টির কবলে প্রবাসী বাংলাদেশি,হারালো সব টাকা

ছিনতাইয়ের শিকার শাহিন জানায়, গত ১৬ই অক্টোবর রাতে মালয়েশিয়ার ক্লাং বুকিত তিংগী এলাকার একটি মলের সামনে অজ্ঞান পর্টির সদস্যরা ঘুরাফেরা করছিল৷ মলের সামনেই তাদের সাথে পরিচয় শাহিনের ৷ শাহিনকে জানায় ওই এলাকায় তারা নতুন কাজে এসেছে তাই ভাড়া নিতে বাসা খুঁজছে ৷ দীর্ঘক্ষন আলাপচারিতার পর তাদেরকে বাসা খুঁজে দিতে সহায়তা করতে রাজি হয় শাহিন৷

আলাপচারিতার এক পর্যায়ে ছিনতাইকারী সদস্যের একজন দোকান থেকে চারটি রেডবল নিয়ে আসে৷ তারা তিনজন তিনটি ক্যান নেয় এবং অন্য ক্যানটি খোলে শাহীনের হাতে তুলে দেয়। রেডবল পান করার কিছুক্ষনের মধ্যেই তার মধ্যে অস্বাভাবিকতা অনুভব করতে থাকে শাহিন৷

সন্দেহ হওয়ায় মুঠোফোনে তিনজনের ছবি তুলে ফেলে শাহিন ৷ ছবি তুলেছে দেখার পর, শাহীন যখন কিছুটা অচেতনের মতো আচরণ শুরু করে তখন তারা তিনজন মিলে শাহীনের পকেটে থাকা অর্থ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। শাহিনের চিৎকার শোনে ঘটনাস্থলে সিকিউরিটি গার্ড এগিয়ে আসলেও ছিনতাইকারীদের ধরতে পারেনি৷ শাহিন আরো জানান, বাসায় ফিরে ঘুমানোর একদিন পর সেই ঘুম ভেঙেছে ৷ এঘটনায় স্থানীয় একটি থানায় অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে৷

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে