ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

প্রভাব ঠেকাতে সীমান্তে কঠোর সতর্কাবস্থায় বিজিবি

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ অক্টোবর ২০ ১৩:৪২:২১
প্রভাব ঠেকাতে সীমান্তে কঠোর সতর্কাবস্থায় বিজিবি

বাংলাদেশ (বিজিবি)। বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আলতাব হোসেন জানান, রাজশাহীর চারঘাট সীমান্তে গত বৃস্পতিবারের ঘটনাকে কেন্দ্র করে যেকোনও ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে হিলি সীমান্তে বিজিবি সতর্কাবস্থায় রয়েছে।

তবে ওই ঘটনার কোনও প্রভাব হিলি সীমান্তে পড়েনি। তিনি আরও বলেন, ‘বিএসএফ সদস্যরা প্রতিদিনের মতো শনিবার (১৯ অক্টোবর) সকাল থেকে তাদের অংশে টহল দিচ্ছেন। আর আমরাও আমাদের অংশে টহল দিচ্ছি। তবে আমরা ওই ঘটনার পর থেকে সতর্কাবস্থায় রয়েছি। সেইসঙ্গে সিসি ক্যামেরার মাধ্যমে সীমান্তের সব কার্যক্রম ও পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদাড়ি করা হচ্ছে।’

প্রসঙ্গত, চারঘাট সীমান্তের বিজিবি সদস্যদের সঙ্গে গোলাগুলিতে বিএসএফের এক সদস্য নিহ’ত ও এক সদস্য আহ’ত হয়েছে। অনুপ্রবেশকারী এক ভারতীয় জেলেকে পদ্মা নদী থেকে বিজিবি সদস্যরা আটক করলে বিএসএফ সদস্যরা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে এ ঘটনা ঘটে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে