ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১

বিজিবির গুলির পাল্টা জবাবে একটা গুলিও চালায়নি ভারতঃ বিএসএফ

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ অক্টোবর ১৯ ১২:৫৩:১০
বিজিবির গুলির পাল্টা জবাবে একটা গুলিও চালায়নি ভারতঃ বিএসএফ

এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। কিন্তু বিজিবির সেই গুলির পাল্টা জবাবে একটা গুলিও চালায়নি ভারত, নেয়নি প্রতিশোধও। জওয়ান বিজয়ভান সিংয়ের মৃত্যুর পর এমনটাই জানানো হলো বিএসএফের পক্ষ থেকে।

বিএসএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তবর্তী পদ্মা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন তিন ভারতীয় মৎস্যজীবী।

তাঁদের মধ্যে দু’জন ফিরে এসে কাকমারিচরের বিএসএফের শিবিরে যোগাযোগ করে জানান যে, বিজিবি তাঁদের জোর করে ধরে নিয়ে যায়। বিজিবি এই দুই মৎস্যজীবীকে মুক্তি দিয়ে ‘ফ্ল্যাগ মিটিং’-এর জন্য আহ্বান জানায় বিএসএফকে।

বিএসএফ সূত্রে খবর, ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হয় বাংলাদেশ সীমান্ত পরবর্তী ৩০০ থেকে ৪০০ মিটারের মধ্যে। এরপরই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।

বিএসএফ জানায়, তাঁদের পাঁচজন জওয়ান ফ্ল্যাগ মিটিং-এ অংশ নিতে যাওয়ার সময় বিজিবি সেনারা তীব্র গুলিবর্ষণ শুরু করে। ঘটনাস্থলেই নিহত হন বিএসএফ-এর হেড কনস্টেবল বিজয় ভান সিং (৫০)।

বিএসএফ কর্মকর্তারা জানিয়েছেন, বাকি দুই মৎস্যজীবী ভারতে ফিরে আসতে পারলেও তৃতীয়জন এখনও ফেরেননি। ওই মৎসজীবী বর্তমানে বাংলাদেশের পুলিশ হেফাজতে রয়েছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে