ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১

কলেজ-বিশ্ববিদ্যালয়ে মোবাইল ফোন নিষিদ্ধ

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ অক্টোবর ১৮ ১৯:০৭:২৪
কলেজ-বিশ্ববিদ্যালয়ে মোবাইল ফোন নিষিদ্ধ

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলেজ-বিশ্ববিদ্যালয়ের ভেতরে মোবাইলের সব ধরনের ব্যবহার নিষিদ্ধ করা হলো। এখন থেকে রাজ্যের সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা তো বটেই শিক্ষক ও সংশ্লিষ্ট অন্যরাও প্রতিষ্ঠানের ভেতরে মোবাইল ফোন ব্যবহার করতে পরবেন না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য শিক্ষার উত্তম পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

সরকার লক্ষ্য করেছে, কলেজ ও বিশ্ববিদ্যালয় চলকালীন শিক্ষক ও শিক্ষার্থীদের একটি বড় অংশ মোবাইল ফোনে তাদের মূল্যবান সময় নষ্ট করছেন। এজন্যই রাজ্য সরকারের এমন সিদ্ধান্ত গ্রহণ।

এর আগে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ তার মন্ত্রিসভার বৈঠকসহ অন্যান্য সভায় মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছেন।

গুরুত্বপূর্ণ সভা চলাকালে কয়েকজন মন্ত্রী ও কর্মকর্তাদের মোবাইল ফোনে মেসেজ পড়ায় ব্যস্ত দেখে আদিত্যনাথ ওই সিদ্ধান্ত নিয়েছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে