ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

আরব আমিরাতের বিমানবন্দরে নেমে ১২ মিলিয়ন দিরহামের লটারি জিতলেন এই ভাগ্যবান প্রবাসী

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ অক্টোবর ১৫ ০১:৩২:০০
আরব আমিরাতের বিমানবন্দরে নেমে ১২ মিলিয়ন দিরহামের লটারি জিতলেন এই ভাগ্যবান প্রবাসী

দুই বোন ও আরেক ভাইকে নিয়ে টানাপড়েনে চলে অল্প বয়সে মা বাবাকে হারানো ফায়াজের পরিবার। মা-বাবা হারানো পরিবারকে সহায়তা করতে বছরখানেক আগে মুম্বাই আসেন ফায়াজ। মেসের রুমমেটকে সঙ্গে নিয়ে মাস ছয়েক আগে টিকেট কেনা শুরু করেন ফায়াজ।

পরিবার সম্পর্কে ফায়াজ বলছিলেন, ‘কিডনি রোগে আমার মা-বাবা দুজনই মা ‘রা যান। বাবা বহু বছর সৌদি আরবে কাজ করতেন। ১২ বছরেরও বেশি সময় ধরে কিডনি রোগের সঙ্গে লড়াই করেন তিনি। বাবা-মা না থাকার শোক কাটিয়ে আমরা ভাইবোন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। বাড়িতে আমার ছোটবোন আছে। বড়বোন বিবাহিত। বাড়ি করার জন্য জমিও বেচতে হয়েছে কিছুদিন আগে।

এখনো বাড়ির কাজ শেষ হয়নি।’ ফায়াজ আরো বলেন, ‘মুম্বাইয়ে আমার রুমমেট আমাকে বিগ টিকেট কেনার ধারণা দেয়। গত দুই মাস কিনতে পারিনি। তবে এবার সেপ্টেম্বর মাসের শেষদিন টিকেট কিনেছিলাম।’ফায়াজকে পুরস্কার জেতার খবর দেওয়ার জন্য ফোন দিয়ে নম্বর ব্যস্ত পান লটারি কর্তৃপক্ষ কার্যালয়ের কর্মকর্তা রিচার্ড। তাঁর কথা শুনে প্রথমে বিশ্বাসই করতে পারেননি ফায়াজ। তিনি বলেন, ‘প্রথমে আমি অনলাইনে চেক করেছি। আগের রাতে আমি স্বপ্ন দেখেছিলাম যে এটা আমি জিতেছি। আমার বন্ধুকে আমি বলেছিলামও, বড় ধরনের কিছু ঘটতে যাচ্ছে।’

শুক্রবার খালিজ টাইমসকে এমবিএ গ্র্যাজুয়েট ফায়াজ জানান, এত টাকা দিয়ে কী করবেন তাও ভেবে পাচ্ছেন না তিনি। বলছিলেন, ‘বেচে দেওয়া জমিটা ফিরিয়ে নিতে চাই। বাড়ির কাজটাও দ্রুত শেষ করব। কিছু সামাজিক কাজও করার ইচ্ছে আছে। এর আগে আমি কখনোই সংযুক্ত আরব আমিরাতে আসিনি।’তবে আরো একটা মাস অপেক্ষা করতে হবে ফায়াজকে। আগামী মাসে লটারিতে জেতা টাকা তুলতে পারবেন তিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে