ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

প্রবাসীরাদের দারুন সুখবর দিলো আমিরাত মন্ত্রী পরিষদ

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ অক্টোবর ১৫ ০১:১০:৩৮
প্রবাসীরাদের দারুন সুখবর দিলো আমিরাত মন্ত্রী পরিষদ

দেশে থাকা পরিবারকে আমিরাতে আনার পর তাদের খরচ বহন-সংক্রান্ত আমিরাতের প্রবাসী ভিসা প্রস্তাবনায় পরিবর্তন আনার এ সি*দ্ধা*ন্ত দেশটির মন্ত্রিসভায় গৃহীত হয়। এক বিবৃতির মাধ্যমে আমিরাতের মন্ত্রিপরিষদ সচিব এই তথ্য প্রদান করেন।

এই বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক মান অনুসারে এই প্র*স্তাবনায় পরিবারের স*দস্যদেরকে নিয়ে থাকতে বিদেশি ক*র্মীদের যে পরিমাণ অ*র্থ প্রয়োজন,

সেটিকে আয়ের মান*দ*ণ্ড হিসেবে ধ*রা হয়েছে। আরো বলা হয়, বিদেশি কর্মীদের পারিবারিক স্থি*তিশী*ল*তা এবং সামাজিক সং*যোগ বা*ড়ানোর ল*ক্ষ্যে এই সি*দ্ধান্ত নেয়া হয়েছে।আরেকটি লক্ষ্য হলো, পে*শাগত ও ব্য*ক্তিগত জীবনের মধ্যে সা*মঞ্জস্য ব*জায় রাখতে স*ক্ষম এমন দক্ষ কর্মীরা যেন দেশটিতে কাজ করতে আগ্রহী হয়।বিবৃতিটিতে বলা হয়, দেশের বাসিন্দাদেরকে দেয়ার সেবাগুলোর পরিমাণ ও মান বাড়ানোর লক্ষ্যে একটি গ*বেষণা পরিচালনার সরকার এই সি*দ্ধান্ত নিয়েছে।

এছাড়া শিক্ষা, স্বাস্থ্য এবং চাকরির বা*জারে বিদেশি কর্মীদের পরিবারের সদস্যদের অংশগ্রহণের মতো বিষয়গুলো এসব সেবার অ*ন্তর্ভুক্ত। সংযুক্ত আরব আমিরাতকে প্রতিভাবানদের সুযোগ সৃ*ষ্টির কেন্দ্রভূমি হিসেবে নি*শ্চিত ক*রতে বিদেশি কর্মীদেরকে এসব সুবিধা দিলো দেশটির মন্ত্রিপরিষদ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে