ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

যৌতুক চাওয়ায় বিয়ে আসরেই বর ও শ্বশুর পিটালো বউ

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ অক্টোবর ০৭ ২২:১৯:০৯
যৌতুক চাওয়ায় বিয়ে আসরেই বর ও শ্বশুর পিটালো বউ

ঠিক হয় সন্তোষ নামক একটি ছেলের সঙ্গে যে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং ফার্মে চাকরি করেন। বিয়ের দিন সকালে সন্তোষের পরিবার সাত লাখ টাকা পণের দাবি করে রুমেলার বাবার কাছে।

রুমেলার বাবা নিজের অপারগতার কথা জানায়। বিয়ে করতে এসেও সন্তোষের বাবা পণের দাবি জানায় এবং নানা হুমকি দিতে থাকে। এসব সহ্য করতে না পেরে রুমেলার বাবা সন্তোষের বাবার পায়ে পড়তে যায়। তখনই বেঁকে বসে রুমেলা। সে সন্তোষের বাবার গলায় চড় কষায় এবং তার পরে মালা খুলে সন্তোষকে মারতে মারতে বের করে দেয় বিয়ে বাড়ি থেকে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে