ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১

বাথরুমে আটকে নায়িকাকে নির্যাতন

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ অক্টোবর ০৭ ১৪:১৮:৩৪
বাথরুমে আটকে নায়িকাকে নির্যাতন

বিগ বস অনুষ্ঠানের একটি অংশে কোয়েনাকে তার সঙ্গীদের সঙ্গে গল্প করতে দেখা যায়। ওই সঙ্গীদের একজন কোয়েনার প্রেমজীবন স'ম্পর্কে জানতে চান। সেই সময় প্রাক্তন প্রেমিকের গল্প শেয়ার করেন কোয়েনা।

কোয়েনা মিত্র বলেন, ‘মুম্বাইতে থাকার সময় আমা'র সেই প্রেমিক আমাকে বাথরুমে তালাবন্ধ করে রেখে দিয়েছিলেন। যাতে আমি কাজের জন্য কোথাও বেরোতে না পারি।’

কোয়েনা আরও বলেন, ‘এক সময় এই প্রেমিকের সঙ্গে তুরস্কে থাকতাম। আমি তার কাছে জানতে চেয়েছিলাম, বিয়ের পর আম'রা কী' করবো? ও বলেছিল বিয়ের পর আমা'র পাসপোর্ট পুড়িয়ে ফেলবে। যাতে করে ওই দেশ থেকে আমি বের হতে না পারি। এর কয়েক বছর পরেই আমাদের স'ম্পর্ক ভেঙে যায়।’

এরপর নতুন করে আর কোনো স'ম্পর্কে জড়াননি বলেই জানালেন নায়িকা। এখন কোনো স'ম্পর্কে জড়াতেই নাকি ভয়পান কোয়েনা মিত্র।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে