ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

ক্যাসিনো সম্রাটের গোপন তথ্য ফাঁস করলো দ্বিতীয় স্ত্রী

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ অক্টোবর ০৬ ১৯:৩৮:২০
ক্যাসিনো সম্রাটের গোপন তথ্য ফাঁস করলো দ্বিতীয় স্ত্রী

সম্রাটের টাকা-পয়সার, সম্পদ গড়ার, ফ্ল্যাট করার, গাড়ি কেনার কোন নেশা নেই, ওর একমাত্র নেশা জুয়া খেলা।’ আজ বিকেলে মহাখালীতে ক্যাসিনো সম্রাটের বাসায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এদিকে ক্যাসিনো সম্রাটখ্যাত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে আজ ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে আটক করে র‌্যাব।

এরপর আজ বিকেলে সংবাদ মাধ্যমকে সম্রাটের স্ত্রী শারমিন চৌধুরী বলেন, ‘আমাদের ১৯ বছরের সংসার। সে কখনো চাইতো না অবৈধ টাকা দিয়ে আমাদের সংসার চলুক। কখনো অবৈধ টাকা সে সংসারে দেয়নি। দুই বছর ধরে আমরা আলাদা থাকছি। তবে আমাদের সম্পর্ক আছে। মাসে মাসে কথা হয়। আমি দুই-তিনবার তার কাকরাইলের অফিসে গিয়েছি।’

এ সময় শারমিন আরো বলেন, ‘আমি যখন বিয়ে করেছি তখন জুয়া জিনিসটা কী? মানে এত বড় বড় যে খেলার জায়গা আছে, সেটা আমার মাথায়ই ছিল না। এখন শুনছি এগুলা।’

এ সময় সম্রাটের সহযোগীদের চিনতেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘নিশ্চয় দলে ওর বড় ভাই আছে। তবে সেটা কারা এটা জানি না। কিন্তু সবার সাথে ভালো ব্যবহার করে। সবার সাথে ওর একটা ভালো বন্ডেজ আছে। সম্রাট অনেক জনপ্রিয় নেতা। জি কে শামীমকে আমি চিনি না, খালেদকে আমি চিনি। আমি মাঝে মাঝে অফিসে যেতাম। আমি দেখতাম, অতটুকুই।’

শারমিন আরও বলেন, ‘আমি কখনো সামনে আসি, ক্যামেরায় আসি-এগুলা পছন্দ করতো না সম্রাট। কোন রাজনীতি করি এটা পছন্দ করতো না। ও চাইতো আমি হাউজওয়াইফ থাকি। আমি শুরু থেকেই নামাজটা পড়া খুব পছন্দ করি। ঘরে থাকা পছন্দ করি।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে