ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

ওমানে সড়কে ঝরল ৩ বাংলাদেশির প্রাণ

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ অক্টোবর ০৬ ০০:৪২:৪৯
ওমানে সড়কে ঝরল ৩ বাংলাদেশির প্রাণ

ওমানে সড়ক দুর্ঘ'টনায় একই পরিবারের দু’জনসহ ৩ বাংলাদেশি নি'হত হবার খবর পাওয়া গেছে। ওমানের মাছিরাহ নামক স্থানে এই দুর্ঘ'টনা ঘটে। জানা গেছে, কর্মস্থল থেকে ফেরার পথে দেশটির মাছিরাহ নামক দ্বীপে এ দুর্ঘ'টনা ঘটে।

নি'হতরা হলেন- আকবার হোসেন (৩২), জাহাঙ্গীর (২৮), শাহ আলম (৪৮)। এদের মধ্যে দুজন একই পরিবারের। নি'হত আকবারের বাড়ি বি-বাড়িয়ার নবীনগরে। আ'হত চারজনের অবস্থা আশ'ঙ্কাজনক, ওমানের সুর হা*সপা*তালে চিকিৎসাধীন অবস্থায় তারা।

অন্যদিকে একই পরিবারের দুজন নি'হত হওয়ায় স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নি'হতদের পরিবারের পক্ষ থেকে ম'রদেহ দেশে পাঠাতে দূতাবাসের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

বিশ্ব - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ