ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

ওমানে সড়কে ঝরল ৩ বাংলাদেশির প্রাণ

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ অক্টোবর ০৬ ০০:৪২:৪৯
ওমানে সড়কে ঝরল ৩ বাংলাদেশির প্রাণ

ওমানে সড়ক দুর্ঘ'টনায় একই পরিবারের দু’জনসহ ৩ বাংলাদেশি নি'হত হবার খবর পাওয়া গেছে। ওমানের মাছিরাহ নামক স্থানে এই দুর্ঘ'টনা ঘটে। জানা গেছে, কর্মস্থল থেকে ফেরার পথে দেশটির মাছিরাহ নামক দ্বীপে এ দুর্ঘ'টনা ঘটে।

নি'হতরা হলেন- আকবার হোসেন (৩২), জাহাঙ্গীর (২৮), শাহ আলম (৪৮)। এদের মধ্যে দুজন একই পরিবারের। নি'হত আকবারের বাড়ি বি-বাড়িয়ার নবীনগরে। আ'হত চারজনের অবস্থা আশ'ঙ্কাজনক, ওমানের সুর হা*সপা*তালে চিকিৎসাধীন অবস্থায় তারা।

অন্যদিকে একই পরিবারের দুজন নি'হত হওয়ায় স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নি'হতদের পরিবারের পক্ষ থেকে ম'রদেহ দেশে পাঠাতে দূতাবাসের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে