ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

রংপুর উপনির্বাচনে বিপুল ব্যবধানে এগিয়ে লাঙল

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ অক্টোবর ০৫ ১৯:২২:০৬
রংপুর উপনির্বাচনে বিপুল ব্যবধানে এগিয়ে লাঙল

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এরশাদের ভাতিজা শাহরিয়ার আসিফ (মটরগাড়ি) পেয়েছেন ১২,১২৬ ভোট এবং বিএনপির ধানের শীষের প্রার্থী রিটা রহমান পেয়েছেন ১১,০২৭ ভোট।

আজ ৫ অক্টোবর শনিবার বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর এখন চলছে গণনা। এর আগে সকাল ৯টা থেকে একসঙ্গে ইভিএম পদ্ধতিতে ১৭৫টি কেন্দ্রের এক হাজার ২৩টি গোপনকক্ষে ভোটগ্রহণ শুরু হয়।

এদিকে রংপুর সিটি কর্পোরেশনের ৯ থেকে ৩৩ নং ওয়ার্ড এবং সদর উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত রংপুর-৩ আসন। এখানে মোট ভোটার চার লাখ ৪১ হাজার ২২৪ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ২০ হাজার ৮২৩ এবং নারী ভোটার দুই লাখ ২০ হাজার ৪০১ জন।

এ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী রাহগির আলমাহি সাদ এরশাদ (লাঙল), বিএনপি মনোনীত প্রার্থী রিটা রহমান (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ (মটরগাড়ি), এনপিপির শফিউল আলম (আম), গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ বায়েজিদ (মাছ) এবং খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মন্ডল (দেয়াল ঘড়ি) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে