সৌদিতে নির্যাতনে নিহত নাজমার লাশের অপেক্ষায় স্বজনদের কান্না
হাসপাতালে কাজ দেওয়ার কথা থাকলেও তার ঠাঁই হয় বাসাবাড়িতে। শুরু থেকেই কফিল (গৃহকর্তা) ও তার ছেলে তাকে যৌন নির্যাতন করে আসছিল। নির্যাতনের বর্ণনা দিয়ে নাজমা বেগম স্বজনদের প্রায়ই ফোন করে কান্নাকাটি করতেন। আকুতি জানাতেন দেশে ফিরিয়ে আনার।
এরই মধ্যে গত ২ সেপ্টেম্বর নাজমা বেগমের রহস্যজনক মৃত্যু হয়। গত এক মাস ধরে তার মরদেহ দেশটির একটি হাসপাতালের মরচুয়ারিতে রয়েছে। হতভাগা নাজমার লাশ শেষ বারের মতো দেখতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন তার স্বজনরা। তারা নাজমার মৃত্যুর সঠিক কারণ উদঘাটন ও গৃহকর্তার উপযুক্ত বিচার, মৃত্যুজনিত ক্ষতিপূরণসহ তার লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলামনগর গ্রামের মৃত দিনমজুর দেলোয়ার হোসেনের স্ত্রী নাজমা বেগম। পরিবারের একমাত্র উপর্জনক্ষম স্বামী দেলোয়ারের মৃত্যুর পর দুই ছেলে সন্তান নিয়ে নাজমা বেগমের দিন কাটছিল অভাব অনাটনে। তখন পার্শ্ববর্তী রাজেন্দ্রপুর গ্রামের আয়নাল হকের ছেলে আদম দালাল সিদ্দিকুর রহমান তাকে বিদেশে যাওয়ার প্ররোচনা দেন। তার কথা মতো পরিবারের স্বচ্ছলতা ঘোচাতে ও দুই সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে গত বছরের শেষের দিকে সৌদি আরবে যান নাজমা। গত ২ সেপ্টেম্বর নাজমা বেগমের রহস্যজনক মৃত্যু হয়। এরপর থেকে তার মরদেহ দেশটির আরা এলাকার একটি হাসপাতালের মরচুয়ারিতে পড়ে রয়েছে।
মৃত্যুর কয়েকদিন আগে নাজমা বেগমের স্বজনদের সঙ্গে কথা বলার কয়েকটি অডিও ক্লিপে শুনা যায়, নাজমা তার ওপর নির্যাতনের বর্ণনা দিচ্ছেন আর কান্নাকাটি করছেন। তিনি প্রচণ্ড অসুস্থ। ব্যথায় উঠতে পারছেন না। কিন্তু তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে না। একটি অডিওতে শোনা যায়, তাকে বাসা থেকে কোথায় যেন নিয়ে যাওয়া হচ্ছে। তিনি বলছেন, আমাকে আর বাঁচাতে পারলি না তোরা। আমাকে আর জীবিত পাইলি না। বাড়ি বিক্রি করে হলেও তাকে বাঁচানোর আকুতি জানান স্বজনদের।
আজ বুধবার সরেজমিনে নিহত নাজমার বাড়িতে গিয়ে দেখা যায়, নাজমা বেগমের ছবি হাতে নিয়ে আহাজারি করছে তার দুই সন্তান। পাশেই বিলাপ করছেন স্বজনরা। তাদের শান্তনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছে প্রতিবেশীরা। অনেকেই চোখের পানি ধরে রাখতে পারছেন না।
নাজমা বেগমের বোন মাকসুদা বেগম জানান, বোন জামাই মারা যাওয়ার পর দুই সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে নাজমা আদম দালাল সিদ্দিকুর রহমানের প্ররোচনায় সৌদি আরব যান। হাসপাতালের ক্লিনার হিসেবে চাকরির দেওয়ার কথা বললেও তাকে দেওয়া হয় গৃহকর্মীর কাজ। কফিল (গৃহকর্তা) তার ছেলে নাজমাকে যৌন নির্যাতন করত। কথা না শুনলে মারধর করা হতো। তাকে ঠিকমতো খেতেও দিত না। এসব কথা আমাদের জানিয়ে নাজমা প্রায়ই ফোন করে কান্নাকাটি ও তাকে দেশে ফিরিয়ে আনতে আকুতি জানাতো। গৃহকর্তার অমানুষিক নির্যাতনে নাজমার মৃত্যু হয়েছে। তিনি তার বোনের মৃত্যুর সঠিক কারণ উদঘাটন ও গৃহকর্তা, তার ছেলের বিচার, ক্ষতিপূরণসহ তার লাশ দ্রুত ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
ছেলে রাজিব মিয়া জানান, নির্যাতনের খবর শুনে মাকে দেশে ফিরিয়ে আনার জন্য আদম দালাল সিদ্দিকুর রহমানকে অনেকবার অনুরোধ করেছি। কিন্তু তিনি বিষয়টি কর্ণপাত করেনি। গত ২ সেপ্টেম্বর ভোরে এক সৌদি প্রবাসী তাদের ফোন করে মায়ের মৃত্যুর খবর দেন। সৌদি আরবের আরা শহরের একটি সরকারি হাসপাতালের মরচুয়ারিতে (হিমঘর) তার মায়ের মরদেহ রাখা হয়েছে। মায়ের মরদেহ দেশে ফিরিয়ে আনবো কীভাবে কিছুই বুঝতে পারছি না।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, ভালো চাকরির লোভ দেখিয়ে বিধবা নাজমা বেগমকে সৌদি আরবে পাচার ও সেখানে নির্যাতনে তার নির্মম মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক। পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানান তারা।
এদিকে অভিযুক্ত আদম ব্যবসায়ী সিদ্দিকুর রহমানের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মুঠোফোনে ফোন করলেও তিনি ধরেননি। স্ত্রী হালিমা বেগম জানান, তার স্বামী এলাকার অনেক নারীকে বিদেশে পাঠিয়েছেন। কারো বেলায় সমস্যা হয়নি।
সিঙ্গাইর উপজেলা নির্বাহী অফিসার রাহেলা রহমত উল্লাহ বলেন, বিষয়টি জানার পর আমি জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসারের সঙ্গে কথা বলেছি। নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া স্বজনরা যেন মৃত্যুজনিত আর্থিক অনুদান ও ক্ষতিপুরণ পায় সে ব্যাপারেও খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বোর্ড মিটিং শেষ, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা
- ব্রেকিং নিউজ: বাংলাদেশে নেমে এলো শোকের কালো ছায়া, ৪৯৭ জন নি*হ*ত, আ*হ*ত ৭৪৭
- আজ ১৮/১২/২০২৪ তারিখ, দেখেনিন আজকের ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- ঢাকার অবস্থা ভ*য়া*ব*হ খারাপ
- ওয়েস্ট ইন্ডিজকে ৩-০তে উড়িয়ে দিয়ে আইসিসি রেটিংয়ে বড় লাফ বাংলাদেশের, দেখেনিন সর্বশেষ তালিকা
- সৌদি রিয়াল রেটের বিশাল লাফ, দেখেনিন আজকের রেট কত
- অবশেষে দুই দিন পর বাড়লো সৌদি রিয়াল রেট, দেখেনিন আজকের রেট কত
- এইমাত্র পাওয়া: খুলে গেল চোখ মুস্তাফিজকে দলে নেওয়ার জন্য চিঠি পাঠিয়েছে চেন্নাই সুপার কিংস
- ব্রেকিং নিউজ: নি*হত ৮৫৮ জন, আ*হত ১১ হাজার ৫৫১ জন
- সৌদি রিয়াল রেটের বিশাল লাফ, দেখেনিন আজকের রেট কত
- ব্রেকিং নিউজ: হেলিকপ্টার দু*র্ঘ*ট*না*য় ভারতের সেনা প্রধান নি*হ*ত
- এইমাত্র পাওয়া: বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধ করলো ভারত
- সব জল্পনা কল্পনার অবসান, ঘোষাণা দিয়ে দিলেন মুস্তাফিজ
- চট্টগ্রামের পরিস্থিতি থমথমে: ব্যাপক সং*ঘ*র্ষ, ১৫ জন আ*হ*ত
- কমলো সৌদি রিয়াল রেট, দেখেনিন আজকের রেট কত