অবশেষে কমল পেঁয়াজের দাম, দাম বাড়ালে জরিমানা

মঙ্গলবার (১ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজশাহীর সাহেববাজারের মাস্টারপাড়া কাঁচাবাজার, নিউমার্কেট, কোর্ট হড়গ্রাম বাজারসহ নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ মূল্য নির্ধারণ করে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজশাহী জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফে মোহাম্মদ ছড়া।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফে মোহাম্মদ ছড়া বার্তাটোয়েন্টিফোর.কম-কে জানান, সরবরাহ ঘাটতির দোহাই দিয়ে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী রাজশাহীসহ দেশে পেঁয়াজের বাজার অস্থির করে তুলেছে। তদারকি করতে রাজশাহীর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের বাইরে কেউ যাতে পেঁয়াজ বিক্রি না করে, সে বিষয়ে মঙ্গলবার রাজশাহীর সকল ব্যবসায়ীকে সতর্ক করে দেওয়া হয়। একই সঙ্গে বাজারে পেঁয়াজের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে।
তিনি বলেন, 'আমরা বুধবার (২ অক্টোবর) সকাল থেকে বাজার মনিটরিংয়ে থাকব। আগামী এক সপ্তাহ কঠোরভাবে বাজার মনিটরিং করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। যদি কেউ নির্ধারিত মূল্যের বেশি দামে পেঁয়াজ বিক্রি করে, তবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'
এদিকে, মঙ্গলবার বিকেলে রাজশাহীর কাঁচাবাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে ভারতীয় পেঁয়াজ ৯০ টাকা কেজি এবং দেশি পেঁয়াজ ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
খুচরা বিক্রেতারা বলছেন, 'পেঁয়াজ পাওয়াটা মুশকিল হয়ে গেছে। পাইকারি ব্যবসায়ীরা যে দরে পেঁয়াজ দিচ্ছে, তার সঙ্গে দু-এক টাকা বেশি যোগ করে তারা বাজারে বিক্রি করছেন।' খুচরা বাজারে অভিযান চালানোর আগে পাইকারি ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করার দাবি জানান তারা। সুত্রঃ বার্তা২৪
সারাদেশ - এর সব খবর
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- সৌদি আরবে ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা
- দুই দিনে ঈদের সাত সিনেমার আয়: রেকর্ড গড়লো বরবাদ
- সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল পতন (৩১ মার্চ ২০২৫)
- সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল লম্বা লাফ ( ৩ এপ্রিল ২০২৫)
- দেখা গেছে চাঁদ: সৌদি আরবে ঈদের জামাতের সময় সূচি ঘোষণা
- বক্স অফিস আপডেট: রেকর্ড আয় বরবাদ ও সিকান্দার সিনেমার
- আমিরাতে ঈদের জামাতের সময়সূচি: এক নতুন আনন্দের সূচনা
- বরবাদ, জংলি ও দাগী মুভির চতুর্থ দিনের কালেকশন
- শাকিব খানের ‘বরবাদ’: আয়ের নতুন রেকর্ড
- মালয়েশিয়ার ঈদুল ফিতরের দিনক্ষণ চূড়ান্ত, অপেক্ষায় সৌদি আরব
- সৌদিতে ঈদ হতে পারে যে দিন
- ৩১ নাকি ০১: বাংলাদেশে ঈদুল ফিতর দিনক্ষণ জানালো আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র
- তৃতীয় দিনে রেকর্ড আয় বরবাদের
- শুল্ক ঘোষণার সময় বাংলাদেশ কে নিয়ে একটি অবিশ্বাস্য কথা বলেছেন ট্রাম্প
- বক্স অফিস কালেকশন: সালমান খানের ‘সিকান্দার’ সিনেমার প্রথম দিনের আয়