ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১

জীবনের প্রথম চুমু নিয়ে যা বললেন বলিউড তারকা কঙ্গনা

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ সেপ্টেম্বর ২৯ ২২:৪০:৪২
জীবনের প্রথম চুমু নিয়ে যা বললেন বলিউড তারকা কঙ্গনা

প্রথমবার কঙ্গনাকে দেখে সেই যুবক বলেছিলেন, এ বাবা! তুমি তো বাচ্চা। তাতে অবশ্য হার মানেননি কঙ্গনা। সেই ব্যক্তিকে বারবার বোঝানোর চেষ্টা করেছেন, তিনি ছোট নন। বলতেন, একটা সুযোগ দাও, দেখ আমি ঠিক বড় হয়ে যাব।

প্রথম চুমুর অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, একেবারেই সুখকর ছিল না সেই অভিজ্ঞতা। মুখ জমে গিয়েছিল। আমার তখনকার বয়ফ্রেন্ড বিরক্ত হয়ে বলেছিল, আরে মুখটা একটু নাড়াও। সে এক যাচ্ছেতাই অবস্থা।

প্রথম ক্রাশ সম্পর্কেও মুখ খুলেছেন কঙ্গনা। তিনি বলেন, তখন ওই ১৫ কি ১৬ হবে। আমাকে পড়াতে আসতেন একজন। আর তাকে দেখেই হার্টবিট বেড়ে যেত বেশ কয়েকগুণ।

কঙ্গনা আরো বলেন, আমি তখন ক্লাস নাইনে। সেই সময় সদ্য সালমান-ঐশ্বরিয়ার রোম্যান্টিক গান ‘চাঁদ ছুপা বাদল ম্যায়’ মুক্তি পেয়েছে। লাল ওড়না জড়িয়ে নিজের কল্পনায় স্যারকে হিরো ভেবে সেই গানের সঙ্গে নাচও করতেন বলে জানান তিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে