ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১

এভাবে কি আর থাকা যায়, আমিও তো মানুষঃ অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ সেপ্টেম্বর ২৯ ১৩:২২:৪৩
এভাবে কি আর থাকা যায়, আমিও তো মানুষঃ অপু বিশ্বাস

আবার বিয়ের পিড়িতে বস্তে যাচ্ছেন কিনা? এমন প্রশ্নের জবাবে এই তারকা বলেন, পরিবারের পাশাপাশি আমিও মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি। এভাবে কি আর থাকা যায়! আমিও তো মানুষ। আর প্রত্যেকটি মানুষের জীবন বলে একটা কথা আছে।

নতুন জীবনের জন্য জীবনসঙ্গী হিসেবে পরিবার থেকে কাউকে কি নির্বাচন করা হয়েছে বা আপনি খুঁজে পেয়েছেন? এমন প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, এরকম এখনো কিছু হয়নি। আমার বাবা নেই, মা বেঁচে আছেন তাই মার তো একটা দায়িত্ব আছে।

অপু বলেন, আমি তো অন্য কারো হেল্প পাই না আমাকে তো সুন্দরভাবে বাঁচতে হবে। বাড়িতে বিয়ে নিয়ে আলোচনা চলছে। আর আমাকে এসব বিষয়ে শেয়ার করেছেন পরিবারের লোকজনরা। তাই আবার বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন বলে জানান অপু বিশ্বাস। সব ভুলে সমাজের আর দশটা নারীর মতো তিনি আবারো সংসারী হতে চান তিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে