ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

জাতিসংঘে ইমরান খানের ভাষণের পর রাতেই কাশ্মীরিদের স্বাধীনতার ডাক

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ সেপ্টেম্বর ২৯ ০০:১৩:৩৬
জাতিসংঘে ইমরান খানের ভাষণের পর রাতেই কাশ্মীরিদের স্বাধীনতার ডাক

এ ব্যাপারে কাশ্মীরি মিডিয়া সোর্সের সূত্রে ডন অনলাইন জানিয়েছে, ইমরান খানের বক্তব্যের পর গতকাল শুক্রবার রাতে শ্রীনগরজুড়ে বিক্ষোভ হয়েছে। ইমরান খানের ওই ভাষণের পর রাতেই কাশ্মীরের স্বাধীনতার ডাক দিয়ে ঘর থেকে বের হয়ে আসেন শত শত কাশ্মীরি।

এসময় তারা ইমরান খানের পক্ষে শ্লোগান দেয়।এদিকে ভারতীয় কর্মকর্তা বলেন, ‘গত রাতে শ্রীনগরের নিকটবর্তী সৌরা অঞ্চলসহ কিছু এলাকায় বিক্ষোভ হয়েছিলো, সংঘর্ষের সময় সেখানে নিরাপত্তা বাহিনীর ওপর তারা পাথর ছুঁড়ে মারে।

তাদেরকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ।’গতকাল ২৭ সেপ্টেম্বর শুক্রবার জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে পাক প্রধানমন্ত্রী কাশ্মীর ইস্যুটি বিশ্ব নেতাদের সামনে গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে