ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠান নিয়ে লঙ্কাকাণ্ড ছাত্রলীগের

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ সেপ্টেম্বর ২৮ ১৬:১১:০৭
প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠান নিয়ে লঙ্কাকাণ্ড ছাত্রলীগের

শনিবার বেলা ১২টার দিকের এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাতজন। তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, মাদারীপুরে দীর্ঘদিন থেকেই ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে কমিটি গঠন নিয়ে বিরোধ চলে আসছে। এক গ্রুপ সাবেক নৌমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য শাজাহান খান সমর্থিত অপর গ্রুপ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম সমর্থিত।সকালে দুই গ্রুপেই কলেজে আসে প্রধানমন্ত্রীর জন্মদিনের কর্মসূচি পালন করতে। এতে একপর্যায়ে কথা কাটাকাটি পরে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় দুই পক্ষের নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে কমপক্ষে ৩০ জন আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি করে। এতে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন।মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার রিয়াদ মাহমুদ বলেন, এ পর্যন্ত সাতজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বলেন, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। সুত্রঃ rtvonline

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে