ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

সেই পুলিশ পরিদর্শকের পক্ষে বিনা ফি’তে লড়বেন ব্যারিস্টার সুমন

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ সেপ্টেম্বর ২৬ ১৬:০৩:৫৩
সেই পুলিশ পরিদর্শকের পক্ষে বিনা ফি’তে লড়বেন ব্যারিস্টার সুমন

এদিকে সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ পরিদর্শক সাইফুল আমিনের পক্ষে বিনা ফি’তে আইনি লড়াই করবেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

আজ ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বার ভবনের সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। সংসদের হুইপ শামসুল হক চৌধুরীর বিরুদ্ধে জুয়া থেকে ১৮০ কোটি টাকা আয়ের অভিযোগ আনার পর পুলিশ পরিদর্শক সাইফুলকে বরখাস্ত করা হয়।

এ ব্যাপারে ব্যারিস্টার সুমন বলেন, ‘পুলিশ পরিদর্শক সাইফুল আমিনকে বরখাস্ত না করে হুইপের বিরুদ্ধে তিনি যে অভিযোগ এনেছেন কর্তৃপক্ষ তার ব্যাখ্যা চাইতে পারত। কিন্তু তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে বরখাস্ত করা বেআইনি। এতে সৎ পুলিশ অফিসাররা উৎসাহ হারাবেন। এ কারণে আমি তার পক্ষে উচ্চ আদালতে বিনা ফি’তে আইনি লড়াই করব।’

এর আগে গত মঙ্গলবার পুলিশ পরিদর্শক সাইফুল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়। সহকারী পুলিশ মহা পরিদর্শক (এ আইজি পার্সোনাল ম্যানেজমেন্ট-২) এর পক্ষে এআইজি (পিআইও-১) আনোয়ার হোসেন খান স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ দেওয়া হয়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে