জিকে শামীমের টেন্ডারকাণ্ডে নাম জড়ানোয় যা বললেন নায়িকা মিষ্টি জান্নাত

তার মধ্যে একটি হলো- সুন্দরীদের দিয়ে ফাঁদ পাততেন তিনি। আর জিকে শামীমের হয়ে কাজ করতেন উঠতি মডেল, বিমানবালা ও ঢাকাই ছবির কয়েকজন উঠতি নায়িকা।
গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যে এমনটিই জানা গেছে। এমন তথ্যে ধাক্কা এসে লেগেছে সিনেমাপাড়ায়।
ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ, জিকে শামীম গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে বলেছেন, টেন্ডার পেতে চলচ্চিত্রের নায়িকাদের ব্যবহার করতেন তিনি!
তবে সেসব নায়িকার নাম প্রকাশ করা হয়নি এখনবধি। তবে ইতিমধ্যে কিছু নাম বাতাসে ভেসে বেড়াচ্ছে। তাদের মধ্যে এ প্রজন্মের নায়িকা মিষ্টি জান্নাত, রাহা তানহা খান ও শিরিন শীলার নাম উচ্চারিত হচ্ছে।
বড় বড় টেন্ডার বাগাতে জিকে শামীম এসব চিত্রতারকাকে ব্যবহার করতেন। এ কারণে তার দরবারে সারাক্ষণ এসব তরুণীর যাতায়াত ছিল।
এদিকে নিজের নাম জড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন নায়িকা মিষ্টি জান্নাত। কোনো প্রমাণ ছাড়া জিকে শামীমের সঙ্গে তাকে জড়ানো একেবারেই অনুচিত ও ষড়যন্ত্রমূলক বলে মন্তব্য করেন তিনি।
তার বিরুদ্ধে আনা অভিযোগের জন্য ভিডিও প্রমাণ চেয়েছেন মিষ্টি।
গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি কখনই এসব কাজে জড়িত ছিলাম না। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা রটানো হচ্ছে।
তিনি বলেন, ‘জিকে শামীম কে? তাকে আমি চিনি না। তার সঙ্গে আমার কখনও দেখাও হয়নি।’
তার বিরুদ্ধে সম্পূর্ণ বানোয়াট গল্প ছড়ানো হচ্ছে দাবি করে মিষ্টি জান্নাত বলেন, যারা এ অভিযোগ করছেন তাদের তা ভিডিওসহ প্রমাণ দিতে হবে। আর তা দিতে না দিতে পারলে মিথ্যা অপবাদ দেয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করব। আইনের দ্বারস্থ হব।’
র্যাবের জিজ্ঞাসাবাদে জিকে শামীম জানিয়েছেন, অনেকেই টাকার সঙ্গে নারীসঙ্গ চাইত। পাঁচ তারকা হোটেলে কক্ষের ব্যবস্থাও করতে হতো। যে কারণে অর্ধশতাধিক সুন্দরী তরুণীর সঙ্গে যোগাযোগ রাখতে হতো তারা। এদের মধ্যে এক ডজনেরও বেশি পরিচিত নায়িকা ও মডেল। টেন্ডার বাগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্মকর্তা, নেতাদের কাছে পাঠানো হতো তাদের।
প্রসঙ্গত ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় মিষ্টি জান্নাতের। এর পর ‘চিনি বিবি’, ‘তুই আমার’, ‘তুই আমার রানী’ ইত্যাদি ছবিতে কাজ করেন মিষ্টি।
অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও পরিচিত মিষ্টি। বর্তমানে তিনি ডেন্টাল কলেজে পড়াশোনা করেছেন। সুত্রঃ যুগান্তর
সারাদেশ - এর সব খবর
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- সৌদি আরবে ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা
- দুই দিনে ঈদের সাত সিনেমার আয়: রেকর্ড গড়লো বরবাদ
- সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল পতন (৩১ মার্চ ২০২৫)
- সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল লম্বা লাফ ( ৩ এপ্রিল ২০২৫)
- দেখা গেছে চাঁদ: সৌদি আরবে ঈদের জামাতের সময় সূচি ঘোষণা
- বক্স অফিস আপডেট: রেকর্ড আয় বরবাদ ও সিকান্দার সিনেমার
- আমিরাতে ঈদের জামাতের সময়সূচি: এক নতুন আনন্দের সূচনা
- বরবাদ, জংলি ও দাগী মুভির চতুর্থ দিনের কালেকশন
- শাকিব খানের ‘বরবাদ’: আয়ের নতুন রেকর্ড
- মালয়েশিয়ার ঈদুল ফিতরের দিনক্ষণ চূড়ান্ত, অপেক্ষায় সৌদি আরব
- সৌদিতে ঈদ হতে পারে যে দিন
- ৩১ নাকি ০১: বাংলাদেশে ঈদুল ফিতর দিনক্ষণ জানালো আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র
- তৃতীয় দিনে রেকর্ড আয় বরবাদের
- শুল্ক ঘোষণার সময় বাংলাদেশ কে নিয়ে একটি অবিশ্বাস্য কথা বলেছেন ট্রাম্প
- বক্স অফিস কালেকশন: সালমান খানের ‘সিকান্দার’ সিনেমার প্রথম দিনের আয়