ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

আরেকটি ফাইনাল জয়ের মিশনে বাংলাদেশ

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ সেপ্টেম্বর ২৪ ১২:২৯:৩২
আরেকটি ফাইনাল জয়ের মিশনে বাংলাদেশ

এই ম্যাচে জয় পেলে প্রথমবারের মতো ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বপ্ন পূরণ হবে বাংলাদেশের। মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। বাংলাদেশের মতো প্রথম শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নামবে আফগানিস্তানও।

চলতি সিরিজে প্রায় প্রতি ম্যাচেই নিজেদের সামর্থ্যের জানান দিয়ে এসেছে আফগানরা। জিম্বাবুয়ে এবং বাংলাদেশের বিপক্ষে সবগুলো ম্যাচে দারুণ লড়াই করেছে রশিদ খানদের দল।

ফাইনালের চূড়ান্ত লড়াইয়ের আগে ইনজুরি শঙ্কায় রয়েছে আফগানিস্তান। চোটের কারণে এই ম্যাচে খেলা নিয়ে অনিশ্চয়তায় আছেন আফগান অধিনায়ক রশিদ খান। বাংলাদেশের বিপক্ষে গত ম্যাচে চোটের কবলে পড়েন তারকা এই লেগ স্পিনার।

পরবর্তীতে জানা যায় হ্যামস্ট্রিংয়ের ইনজুরি থেকে সুস্থ হতে তিন দিন সময় লাগবে আফগান দলপতির। তবে রশিদের বিশ্বাস তিনি না খেলতে পারলেও তার বিকল্প খেলোয়াড়ের অভাব নেই দলে। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের বিকল্প আছে। আমাদের মুজিব, নবি ও বাঁহাতি স্পিনার এবং ভালো অলরাউন্ডার শরাফ আছে। আমার মনে হয় না কোনো সমস্যা হবে।’

রশিদ শেষ পর্যন্ত না খেলতে পারলে তার পরিবর্তে অধিনায়কত্ব করতে পারেন অভিজ্ঞ আসগর আফগান। এ ছাড়া বাঁহাতি স্পিনার শরাফউদ্দিন আশরাফ খেলতে পারেন ম্যাচটিতে। টুর্নামেন্টে এখন পর্যন্ত একটি ম্যাচও খেলা হয়নি ২৪ বছর বয়সী এই অলরাউন্ডারের। এবার সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকছে তাঁর।

আফগানদের একাদশে পরিবর্তনের সম্ভাবনা থাকলেও বাংলাদেশ খেলতে পারে অপরিবর্তিত একাদশ নিয়ে। গত ম্যাচে রশিদ খানদের ৩ উইকেটে হারিয়ে আফগান জুজু কাটিয়েছে তারা। উইনিং কম্বিনেশন ঠিক রাখতে আগের দল নিয়েই ফাইনাল খেলার সম্ভাবনা আছে সাকিবদের।

জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক ম্যাচে বাঁহাতের ইনজুরিতে পড়া লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব পুরোপুরি সুস্থ না হওয়ায় সাব্বির রহমানের ওপরই ভরসা রাখবে টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): লিটন দাস, নাজমুল হাসান শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। আফগানিস্তান একাদশ (সম্ভাব্য): হজরতউল্লাজ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ, আসগর আফগান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, শফিকউল্লাহ, গুলবাদিন নাইব, রশিদ খান/ শরাফউদ্দিন আশরাফ, করিম জানাত, নাভিন-উল হক ও মুজিব উর রহমান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে