ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

শেষ পর্যন্ত পাপিয়াকে গ্রেফতার করলো না পুলিশ

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ সেপ্টেম্বর ২৪ ০১:২২:০৯
শেষ পর্যন্ত পাপিয়াকে গ্রেফতার করলো না পুলিশ

প্রচারণার অংশ হিসেবে আমনুরা স্কুল মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আসিফা আশরাফি পাপিয়া। বিকাল সাড়ে ৫টার দিকে সদর মডেল থানার ওসি জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করতে ওই স্কুল মাঠে যায়। কিন্তু পরে তাকে গ্রেফতার না করেই ফিরে যায় পুলিশ।

এ ব্যাপারে ওসি জিয়াউর রহমান বলেন, ‘আমার কাছে একটি মামলায় সাজাসহ আরও ৩টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। এর মধ্যে ২টি ঢাকার পল্টন থানা ও দারুস সালাম থানায় ১টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এরই প্রেক্ষিতে মহিলা পুলিশ ফোর্সসহ তাকে গ্রেফতার করতে যাই। কিন্তু মামলাগুলোতে তিনি জামিনে থাকায় আমরা ফেরত আসি।’

তবে পাপিয়া অভিযোগ করেছেন, ‘৩টি রাজনৈতিক মামলায় উচ্চ আদালতের জামিন ও স্টে থাকার পরও সদর থানার ওসি ফোর্স নিয়ে আমাকে গ্রেফতার করতে আসেন। এ সময় আমার গাড়ি আটকে রাখে এবং তারা ঢাকা জজ কোর্ট ও হাইকোর্ট ওর্ডার মানতে চায়নি।’

তিনি আরো বলেন, ‘আমাকে রাজনৈতিকভাবে হেয়-প্রতিপন্ন করতেই নির্বাচনী পথসভায় গিয়ে হয়রানি করেছে পুলিশ। ভোটারদের মাঝে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করার জন্য পুলিশ পরিকল্পিতভাবে এই কাজ করেছে।’

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, জনসভা চলাকালে পুলিশ তাকে গ্রেফতার করতে গেলে উপস্থিত বিএনপি নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পড়েন। ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে বিএনপির ওই নারী নেত্রীকে গ্রেফতার না করে পুলিশ ফিরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে