ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১

দেশে ফিরেই এটিএম শামসুজ্জামানকে দেখতে গেলেন শবনম

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ সেপ্টেম্বর ২৩ ১৬:০১:৩০
দেশে ফিরেই এটিএম শামসুজ্জামানকে দেখতে গেলেন শবনম

গত ১০ সেপ্টেম্বর জনপ্রিয় এই অভিনেতার জন্মদিন ছিল। ওইদিন তার বাসায় হাজির হয়েছিলেন চিত্রনায়িকা শাবনাজ, পপি, রোজী সিদ্দিকী, রওনক হাসান, মৌটুসী বিশ্বাসসহ আরো অনেককে।

হঠাৎ করেই রোববার বিকেলে এটিএম শামসুজ্জামানকে দেখতে গিয়েছিলেন কিংবদন্তী নায়িকা শবনম। দীর্ঘদিন ধরেই পাকিস্তানে বসবাস করছেন এই নায়িকা। পাকিস্তান থেকে তিনি বাংলাদেশে ফিরেছেন শনিবার। দেশে ফিরেই সহকর্মী ও বন্ধু এটিএম শামসুজ্জামানকে দেখতে ছুটে গিয়েছিলেন।

এটিএম শামশুজ্জামানের মেয়ে কোয়েল জানান, সিনেমার পুরোনা বন্ধুর দেখা পেয়ে বেশ খুশি হয়েছিলেন এই অভিনেতা। দীর্ঘ সময় আড্ডা দিয়েছেন তারা। সেই আড্ডায় তাদের সঙ্গী ছিলেন এটিএম শামসুজ্জামানের স্ত্রী রুনী জামানও।

একসঙ্গে বেশ ক’টি ছবিতেও অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান ও শবনম। তাদের অভিনীত একটি উল্লেখযোগ্য সিনেমা হলো ‘প্রেম শক্তি’। সর্বশেষ একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাদের দেখা হয়েছিল। প্রায় ছয় বছর পর আবারও দেখা হলো।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে