ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১

যে কারনে ভক্ত-সমর্থকদের সাবধান করে দিলেন পরীমনি

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ সেপ্টেম্বর ২৩ ১৪:৫৭:৪৯
যে কারনে ভক্ত-সমর্থকদের সাবধান করে দিলেন পরীমনি

এ ব্যাপারে পরীমনি বলেন, ‘গতকাল (রবিবার) রাত থেকে আমি ফেসবুকে ঢুকতে পারছি না। কে বা কারা এ কাজটি করেছে আমি জানি না। আমার ফেসবুকে বন্ধু ও ভক্ত-অনুসারীদের মধ্যেও এটা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। অনেকেই মনে করছেন, আমি হয়তো তাদের আনফ্রেন্ড করেছি।’

এদিকে ফেসবুক হ্যাকড হওয়ার পর ভক্ত-সমর্থক সবাইকে সাবধান করে দিয়ে পরীমনি বলেছেন, ‘আমার আইডি থেকে কোনো আপত্তিকর বা সন্দেজনক মেসেজ গেলে তাতে বিভ্রান্ত হবেন না।’ ব্যক্তিগত অ্যাকাউন্ট হ্যাকড হলেও তার ফ্যান পেজটি সক্রিয় রয়েছে বলেও জানান নায়িকা।

এর আগেও পরীমনির ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টটি এর আগেও হ্যাকড হয়েছিল। সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় এ মাধ্যমটিতে নায়িকা বরাবরই সক্রিয় থাকেন। ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা খুঁটিনাটি তিনি নিয়মিত আপডেট দেন এখানে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে