ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়ে গেছে : কাদের

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ সেপ্টেম্বর ২২ ১৭:১৭:০৪
শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়ে গেছে : কাদের

সেতুমন্ত্রী বলেন, ‘দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে আগাছা-পরগাছা দূর করা হবে। যে যত বড় নেতাই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসীরা, চাঁদাবাজরা সাবধান হয়ে যান। শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়ে গেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনা ও তার সরকার এ দেশের জনগণের সাথে রয়েছে। বিশেষ করে যারা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে তাদের পাশে শেখ হাসিনা রয়েছেন।’

কাদের বলেন, ‘বিএনপি আন্দোলন-সংগ্রামে ব্যর্থ হয়ে বিদেশে বসে বাংলাদেশের সরকারকে হটানোর চেষ্টা করছে। গত দুই বছরে তারা দেশের বিরুদ্ধে বিদেশে বিভিন্ন রকম নালিশ করলেও রোহিঙ্গা ইস্যুতে কোনো কথা বলেনি। এখন তারা মিয়ানমারের হাতে অজুহাতের অস্ত্র তুলে দিচ্ছে রোহিঙ্গাদের না ফেরাতে।’

রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত কিছু এনজিওকে ওয়ায়দুল কাদের সতর্ক করে বলেন, ‘দেশের বিরুদ্ধে কাজ করলে তাদের অবস্থা ভালো হবে না।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে সামনে রেখে কক্সবাজারে আজ থেকে শুরু হওয়া প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে ঢাকার বাইরের সম্মেলন শুরু হলো।’

সেতুমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সম্মেলনে গেছে শুধুমাত্র আন্তর্জাতিক চাপ সৃষ্টির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ের জন্য।’

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফার সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ প্রতিমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে