ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১

অমিতাভের নাতনির ভিডিওতে স্যোশাল মিডিয়ায় তোলপাড়, ভিডিও সহ

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ সেপ্টেম্বর ১৬ ১৩:২৬:০১
অমিতাভের নাতনির ভিডিওতে স্যোশাল মিডিয়ায় তোলপাড়, ভিডিও সহ

এখনো তাকে ঘিরে গল্প তৈরি হয় সিনেমার। তাকে কেন্দ্র করেই নির্মিত হয় সিনেমা। অন্য যে কারো চেয়ে বেশি আলোচনায় থাকেন গণমাধ্যমে।

সেই অমিতাভের নাতনি বলে কথা। তাই তাকে ঘিরেও সবার আগ্রহ তুঙ্গে। বিগ বি-র নাতনি নভ্যা নভেলি নন্দা অভিনয় দুনিয়ায় আসবেন কিনা সেটা এখনই বলা মুশকিল। কিন্তু সোশাল মিডিয়ার জনপ্রিয়তায় নভ্যার ছবি বা ভিডিও যে কোনো অভিনেত্রীর জনপ্রিয়তাকে চ্যালেঞ্জ করে।

বিগ বি-র নাতনী নভ্যা বর্তমানে নিউ ইয়র্কের ফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। সেইসূত্রে নভ্যাকে প্রায়ই নাকি নিউ ইয়র্কের রাস্তায় ব্যায়াম করতে দেখা যায়। তেমনি সম্প্রতি নিউ ইয়র্কের রাস্তায় শরীরচর্চায় মেতেছিলেন নভ্যা। সেই ভিডিও নেট দুনিয়ায় আসতেই ক্লিন বোল্ড সবাই। নভ্যার সাহসী এবং ধারালো সৌন্দর্যে মজে গেছেন নেটিজেনরা।

তার আর একটি ভিডিও খুব ভাইরাল হয়েছে। এই ভিডিওতে তিনি নিওন গ্রিন টপ এবং ধূসর রঙের শরীর কামড়ে থাকা ট্রাকপ্যান্ট পড়েছিলেন। তার শরীরী ভঙ্গি বলে দিচ্ছে, ফিগার নিয়ে মারাত্মক সচেতন মেয়ে!

শ্বেতা বচ্চন ও নিখিল নন্দার মেয়ে নভ্যা শুধুই শরীরচর্চার জন্য খবরের শিরোনামে নেই। কিছুদিন আগেই ‘মালাল’ ছবির অভিনেতা মিজান জাফরির সঙ্গে তার সম্পর্কের কথাও শোনা যায়। সে নিয়ে বেশ হৈচৈ হয়েছে।

এর আগে লন্ডন স্কুলে পডা়র সময় শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের সঙ্গেও নভ্যার বিশেষ সম্পর্ক ছিলো শোনা যেত।

ভিডিওটি দেখতেএখানে ক্লিক করুন

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে