ঢাকা, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

লতা মঙ্গেশকারের তীর্যক মন্তব্যের কড়া জবাব দিলেন রানু

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ সেপ্টেম্বর ১৫ ১৩:২৯:৫৯
লতা মঙ্গেশকারের তীর্যক মন্তব্যের কড়া জবাব দিলেন রানু

লতা মঙ্গেশকার সম্প্রতি বলেছিলেন, কাউকে অনুকরণ করে বেশি দূর আগানো যায় না। কারও অনুকরণ কখনো সাফল্যের চাবিকাঠি হতে পারে না। কিশোর কুমার, মহম্মদ রফি, মুকেশ বা আশা ভোঁসলে বা তার গান গাওয়া কিছুদিনের জন্য কাউকে লাইমলাইটে রাখতে পারে।

কিন্তু এটা চিরকালীন নয়। অনেকেই তো তার গান ভালো গান। তার মধ্যে কতজন শেষ পর্যন্ত টিকে থাকতে পারে? আমি শুধু সুনিধি চৌহান ও শ্রেয়া ঘোষালকে চিনি।

এর জবাবে রানু মন্ডল বলেন, ‘লতাজির বয়সের অনুপাতে আমি অনেক ছোট। ভবিষ্যতেও ছোটই থাকব। শৈশব থেকেই তার কণ্ঠ আমার খুব প্রিয়। তার গান শুনেই বেড়ে উঠেছি।’

লতা মঙ্গেশকারের গান ‘প্যায়ার কা নগমা’ গেয়েই লতাকণ্ঠী হিসেবে সোশ্যাল মিডিয়ার তরফে ‘সুরসম্রাজ্ঞী’ হিসেবে আখ্যা পেয়েছেন পশ্চিমবঙ্গের রানাঘাটের রানু মণ্ডল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে