ঢাকা, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

মার্কিন সেনাবাহিনীতে বাংলাদেশি তরুণী

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ সেপ্টেম্বর ১৫ ০১:২২:০৬
মার্কিন সেনাবাহিনীতে বাংলাদেশি তরুণী

ছোটবেলায় মা-বাবার সঙ্গে অভিবাসী হয়ে আমেরিকায় পাড়ি জমান আফিয়া। ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডে পরিবারের সঙ্গেই থাকেন তিনি। পড়শুনার পাশাপাশি সংস্কৃতিও চর্চা করে থাকেন। বর্তমানে ফার্মিং ডেল স্টেট কলেজের ইঞ্জিনিয়ারিং কোর্সের শেষ বর্ষে পড়াশুনা করছেন এই তরুণী।

আফিয়ার এ অর্জনে দারুণ উচ্ছ্বাসিত মা নুরুচ্ছাবাহ পূর্ণিমা, ‘সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।’

নিজের এ অর্জনে খুশি আফিয়া নিজেও, ‘আমেরিকা আমাদের দেশ। কাজের মাধ্যমে এ দেশকে কিছু দিতে চাই। ছোটোবেলা থেকেই এ প্রত্যয় ধারণ করেছি।’

বাবা মেজবাহ উদ্দিন বলেন, ‘আমেরিকা আমাদের অনেক কিছু দিয়েছে। এই দেশের সেনাবাহিনীতে যোগ দিয়ে আমার মেয়ে এক নতুন স্বপ্ন যাত্রা শুরু করলো।’

আফিয়ার গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার জমালপুর গ্রামে। বাবা মেজবাহ উদ্দিন চট্টগ্রাম শহরে ব্যবসা করতেন। দুই দশক আগে নিউইয়র্কের ব্রুকলিনে সপরিবারে পাড়ি জমান তারা। সাদিয়া ও পৃথা নামে আফিয়ার দুই বোন রয়েছে, বর্তমানে তারা আমেরিকার দুটি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে