ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

সীমান্তবর্তী এলাকা বাংলাদেশে মসজিদ নির্মাণে ভারতীয় বিএসএফের বাধা

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ সেপ্টেম্বর ১৪ ১৩:১০:৫৪
সীমান্তবর্তী এলাকা বাংলাদেশে মসজিদ নির্মাণে ভারতীয় বিএসএফের বাধা

গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ওই মসজিদের জানালায় গ্লাস লাগানোর কাজে বাধা দেয় ভারতের শিতলকুচি থানার অমিত ক্যাম্পের বিএসএফের একটি টহল দল।

ভারতীয় বিএসএফের এ বাধার ঘটনায় মসজিদে জুমআর নামাজ পড়তে আসা মুসল্লিরা এতে ক্ষোভ প্রকাশ করে। প্রতি শুক্রবার দেশের বিভিন্ন অঞ্চল থেকে নামাজ ও জেয়ারতের উদ্দেশ্যে কেরামতিয়া হুজুরের মাজার ও মসজিদে নামাজ পড়তে বহু মুসলিম নারী-পুরুষ সমবেত হয়।

উল্লেখ্য যে, ১৯৪৭ সালে দেশ ভাগের সময় মসজিদ ও মাজারটি সীমান্তবর্তী জিরো পয়েন্টে পড়ে যায়। দিন দিন মাজার ও মসজিদে বহু লোক সমাগহ হওয়ায় মসজিদ পুনঃনির্মাণের শুরু করা হলে আন্তর্জাতিক সীমান্ত আইনের অজুহাতে ভারতীয় বিএসএফ এতে বাধা দেয়।

ফলে ২০১১ সালে বাংলাদেশ ও ভারতের উচ্চ পর্যায়ে মসজিদের নকশা অনুমোদন হওয়ার পর ওই বছরের ২৯ এপ্রিল দোতলা মসজিদ নির্মাণের কাজ শুরু হয়। কোটি টাকা ব্যয়ে এ মসজিদটির নির্মাণ কাজ এখনো চলছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে