ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

পানির দামে ১৫৫ সিসির নতুন জিক্সার আনছে সুজুকি

২০১৯ সেপ্টেম্বর ০৭ ১৭:৩৬:৪০
পানির দামে ১৫৫ সিসির নতুন জিক্সার আনছে সুজুকি

সুজুকির নতুন জিক্সার মোটরসাইকেলে থাকছে ১৫৫ সিসির ইঞ্জিন। একই ইঞ্জিন রয়েছে জিক্সার এসএফ মডেলেও। এই ইঞ্জিনে ১৩.৬ বিএইচপি শক্তি এবং ১৪ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে।

নতুন জিক্সার ১৫৫ মডেলের মোটরসাইকেলে ডিজাইনে সবার আগে চোখে পরবে এলইডি লাইট। এই মোটরসাইকেলে ডুয়েল কালার টোন ব্যবহার করা হয়েছে। থাকছে নতুন ডিজাইনের ফুয়েল ট্যাঙ্ক। এছাড়াও থাকছে স্প্লিট স্ক্রিন ডিজাইন।

সুজুকি জিক্সার এসএফ মডেলে যে ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ব্যবহার হয়েছিল ওই একই ইন্সট্রুমেন্ট ক্লাস্টার থাকছে ১৫৫ জিক্সারে। সজুকি জিক্সার এসএফ’র ওজন ছিল ১৪৬ কিলোগ্রাম। তার থেকে কম ওজনে বাজারে আসবে জিক্সার ১৫৫ মডেলটি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে