ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

শেষ মুহূর্তে ব্যর্থ ভারতের চন্দ্র অভিযান, ইসরো ছেড়ে বেরিয়ে যান মোদি

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ সেপ্টেম্বর ০৭ ১০:৫৭:০৬
শেষ মুহূর্তে ব্যর্থ ভারতের চন্দ্র অভিযান, ইসরো ছেড়ে বেরিয়ে যান মোদি

এদিকে জানা গেছে, চন্দ্রপৃষ্ঠের মাত্র দুই কিলোমিটার দূরে থাকা অবস্থায় সংকেত পাঠানো বন্ধ করে দেয় মহাকাশযানটি।

গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত ১টা ৩৮ মিনিটে অবতরণ প্রক্রিয়া শুরু করে মহাকাশযানটি। রাত ১টা ৪০ মিনিট থেকে ১ টা ৫৫ মিনিটের মধ্যে চাঁদে অবতরণ করার কথা ছিলো বিক্রমের।

এদিকে বিক্রমের সাথে যোগাযোগ হারানোর কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানায় ইসরো। বিজ্ঞানীদের হতাশ না হতে বলেন তিনি। এরপরই ইসরো ছেড়ে বেরিয়ে যান মোদি। তবে এখনও হাল না ছাড়ার কথা জানিয়েছেন ইসরোর মহাকাশ বিজ্ঞানীরা।

এদিকে বিশ্বের ২৯ তম মহাকাশযান হিসেবে চাঁদে পাড়ি দিয়েছিলো চন্দ্রযান টু। গেলো ২৩ জুলাই জিএসএলভি রকেটে চড়ে চাঁদের উদ্দেশ্যে পাড়ি জমায় এটি।

বিশ্ব - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ