ঢাকা, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

চলতি মাসেই নতুন ভিসা চালু করতে যাচ্ছে সৌদি আরব

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ সেপ্টেম্বর ০৭ ০০:৫৩:০০
চলতি মাসেই নতুন ভিসা চালু করতে যাচ্ছে সৌদি আরব

তবে তারিখের ব্যাপারে অনিশ্চয়তা থাকলেও শিগগিরই যে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সৌদি আরব তা অনেকটা নিশ্চিত। গত কয়েক বছর ধরে অর্থনৈতিক সংস্কারের দিকে হাটছে সৌদি রাজপরিবার। তেলের ওপর নির্ভরতা কমাতে অর্থনীতিকে বহুমূখী করা হচ্ছে। তারই অংশ হিসেবে নির্মাণ করা হচ্ছে পর্যটন কেন্দ্র। বিশেষ করে রেড সী বরাবর বিস্তীর্ণ এলাকায় পর্যটকদের জন্য উপযোগী শহর ও বিভিন্ন সুযোগ সুবিধা তৈরি করা হচ্ছে।

বর্তমানে সৌদি আরবে বিদেশিদের ভ্রমণের ক্ষেত্রে নানা বিধিনিষেধ রয়েছে। আবাসিক কর্মী এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তি, ব্যবসায়ী এবং হজযাত্রীরাই এখন দেশটিতে ভিসা পান। ইসলামের পবিত্র স্থানগুলোতে ভ্রমণের জন্য হজযাত্রীদের বিশেষ ভিসা দেওয়া হয়। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী যে কেউ ট্যুরিস্ট ভিসায় দেশটি ভ্রমণ করতে পারবেন।

যদিও কড়া সামাজিক নিয়ম ও আইনের কারণে পশ্চিমা পর্যটকদের কাছে সৌদি আরব খুব আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে বিবেচিত হবে না। তবে নতুন ট্যুরিস্ট ভিসা চালু হলে মুসলিম দেশগুলো থেকে পর্যটকদের আকৃষ্ট করা সম্ভব হতে পারে বলে বিশ্লেষকরা ধারণা করছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে