ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

রাতেই চাঁদে নামছে ভারতের চন্দ্রযান-২, লাইভে থাকবেন মোদি

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ সেপ্টেম্বর ০৬ ২১:৪৪:১২
রাতেই চাঁদে নামছে ভারতের চন্দ্রযান-২, লাইভে থাকবেন মোদি

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাত ১টা ৫৫ মিনিটে চাঁদের পৃষ্ঠে অবতরণ করার কথা রয়েছে এ মহাকাশ যানটির। আর এসব কিছু স্কুলপড়ুয়া ছাত্রদের নিয়ে ইসরোর নিয়ন্ত্রণ কক্ষ থেকে লাইভে দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ইতিমধ্যেই চাঁদে অবতরণকারী যান বিক্রম মূল মহাকাশ যান থেকে নিজেকে পৃথক করে নিয়ে চাঁদের চারপাশে প্রদক্ষিণ করছে। আশা করা হচ্ছে, চাঁদের থেকে দূরত্ব কমিয়ে শুক্রবার রাত দেড়টা থেকে আড়াইটার মধ্যে বিক্রম চাঁদের মাটি ছুঁতে পারবে।

ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, রোভার 'প্রজ্ঞান' সকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছয়টার মধ্যে চাঁদের ল্যান্ডার থেকে বেরিয়ে আসবে। চাঁদের উৎস সম্বন্ধে বিশদ বিবরণ, উপগ্রহে পানির উপস্থিতিসহ বিভিন্ন বিষয়ের ছবি তুলে গবেষণা শুরু করবে। এ বিষয়ে ইসরোর চেয়ারম্যান কে সিভান চন্দ্রায়ণ জানিয়েছেন, এ অভিযান ইসরোর সবচেয়ে জটিল মিশন।

প্রতিবেদনে বলা হয়েছে, চাঁদের যে অংশে ল্যান্ডার বিক্রমদি যাচ্ছে তা আজ পর্যন্ত কেউ পা রাখেনি। এতদিন সমস্ত অভিযান চাঁদের উত্তর মেরু বা গোলার্ধ এবং নিরক্ষীয় অঞ্চলে হয়েছে। এই প্রথম ভারত উপগ্রহের দক্ষিণ গোলার্ধ বা মেরুতে পা রাখতে চলেছে।

এর আগে চীন থেকে পাঠানো এক মহাকাশ যান চাঁদের উত্তরের অংশে অবতরণ করেছিল। এরপর, সেখানে যায় রাশিয়ার লুনা মিশন। চীন বর্তমানে চাঁদের অন্ধকার দিকে একটি রোভার অবতরণ করিয়েছে। চন্দ্রযান-২ সফল হলে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের পর চাঁদে পৌঁছানো দেশ হিসেবে ভারত চতুর্থ স্থানে উঠে আসবে।

প্রসঙ্গত, ২৩ জুলাই অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ হয় চন্দ্রযান-২। এ মহাকাশ যানটি ইসরোর তৈরি সর্ববৃহৎ এবং সবচেয়ে শক্তিশালী রকেট। এটি ৪৪ মিটার দীর্ঘ এবং উচ্চতায় ১৫তলা বিল্ডিংয়ের সমান। সুত্রঃ যুগান্তর

বিশ্ব - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ