ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১

মা সম্পর্কে চমকে যাওয়া মন্তব্য রানু মণ্ডলের মেয়ের

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ সেপ্টেম্বর ০৫ ২০:১৩:২৪
মা সম্পর্কে চমকে যাওয়া মন্তব্য রানু মণ্ডলের মেয়ের

বিতর্কেও জড়িয়েছেন। অতীন্দ্রকে ‘‌ভগবানের চাকর’‌ বলে ফেলেছেন রানু দি। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছিল। যদিও অতীন্দ্র বিষয়টিকে গুরুত্ব দেননি। ইতিমধ্যেই অভিনেতা, গায়ক ও সুরকার হিমেশ রেশমিয়ার আগামী ছবি ‘‌হ্যাপি হার্ডি অ্যান্ড হীর’‌ ছবির জন্য দুটি গান গেয়েছেন রানু মণ্ডল। একটি ‘‌তেরি মেরি কাহানি’‌। অপরটি ‘‌আদত’‌। এবার রানুদিকে নিয়ে আরো একটি গান রেকর্ড করবেন হিমেশ। ‘‌৩৬ চায়না টাউন’‌ ছবির দ্বিতীয় পর্বের জন্য ‘‌আশিকি মে তেরি’‌ গান রেকর্ড করার কথা ভেবেছেন হিমেশ।

মুম্বই পাড়ি দেয়ার পর রানুর মেয়ে এলিজাবেথ সাথি রায় একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন। এবার তিনি বলেছেন, ‘‌আমার মা মানসিক ভারসাম্যহীন। বিভিন্ন সংবাদপত্র আমার মায়ের মন্তব্য শুনে বিরক্ত।’‌ এরপরেই রানুর মেয়ের দাবি, ‘‌মাকে নিয়মিত দেখতে যেতে পারতাম না। তাই জানতাম না যে মা স্টেশনে বসে গান গায়। বেশ কয়েক মাস আগে ধর্মতলার বাসস্ট্যান্ডে মাকে বসে থাকতে দেখি। তখন ২০০ টাকা হাতে দিয়ে বলেছিলাম বাড়ি যাও।’‌

জানা গেছে, সাথির নাকি বিবাহবিচ্ছেদ হয়ে গেছে। চার বছরের একটি ছেলে রয়েছে তার। সুরিতে একটি ছোটখাট দোকান রয়েছে। সাথি জানিয়েছে, তার মার নাকি দু’‌বার বিয়ে হয়েছিল। চার সন্তানের মধ্যে সে একজন।

সাথির মারাত্মক অভিযোগ ছিল, ‘‌মায়ের সঙ্গে যোগাযোগ রাখলে নাকি তাঁর পা ভেঙে দেয়ার হুমকি দিয়েছিল অতীন্দ্র ও তপন। ফোনেও মার সঙ্গে কথা বলতে দেন না। আমার মা কে উল্টোপাল্টা বোঝাচ্ছে। আমি কিছু করতেও পারছি না। চাই মা মন দিয়ে গান করুক।’‌এরপরই সাথির সংযোজন ছিল, ‘‌মায়ের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছি। নিজের কাছে নিয়ে আসতে চেয়েছি। কিন্তু মা রাজি হয়নি। এখন সবাই আমাকে দোষ দিচ্ছে। সবাই আমার বিপক্ষে চলে গেছে।’‌ সূত্র : আজকাল

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে